জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভাল ঘিরে মহা-উচ্ছ্বাস, মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ বহরমপুর

জেলার প্রায় ১৮টি বড় প্রতিমা একই মঞ্চে দেখতে ভিড় করেছেন বহরমপুরের মানুষ। ৫০টি ঢাক, ঘোড়া নাচ সহ বিভিন্ন লোকশিল্পীরা যোগ দেন

Must read

সংবাদদাতা, বহরমপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হয়েছে পুজোর কার্নিভাল। মুর্শিদাবাদ জেলার (district) বহরমপুরে ওয়াইএমএ মাঠে বৃহস্পতিবার বিকেলে বিসর্জনের বিশেষ শোভাযাত্রা শুরু হয়। বহরমপুর সহ আশপাশের বড় বাজেটের পুজো কমিটি মাতৃপ্রতিমা ট্যাবলো-সহ নিয়ে যোগ দেয় কার্নিভালে। জঙ্গিপুর মহকুমা থেকেও কয়েকটি প্রতিমা অংশ নিয়েছে।

আরও পড়ুন-ডুয়ার্সে বেড়াতে গিয়ে দলীয় সহকর্মীর খোঁজ নিলেন শতাব্দী

জেলার প্রায় ১৮টি বড় প্রতিমা একই মঞ্চে দেখতে ভিড় করেছেন বহরমপুরের মানুষ। ৫০টি ঢাক, ঘোড়া নাচ সহ বিভিন্ন লোকশিল্পীরা যোগ দেন। ছিলেন জেলাশাসক, জেলার দুই পুলিশ সুপার, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, বহরমপুর পুরপ্রধান, জেলা তৃণমূল সভাপতি, জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা প্রমুখ। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, মানবিক মুখ্যমন্ত্রীর উদ্যোগে কার্নিভাল হচ্ছে। করোনার সময় যখন আমরা দিশাহারা, তখন চিন্তা ছিল পুজো নিয়ে। সেই সময় মুখ্যমন্ত্রী পুজোর জন্য ৫০ হাজার টাকা অনুদান দিয়েছিলেন উৎসাহ দিতে। এবার তা বেড়ে হয়েছে ৭০ হাজার টাকা।

Latest article