প্রতিবেদন : স্বাধীনতা সংগ্রামের স্মৃতিবিজড়িত আলিপুর জেল মিউজিয়ামে এবার শিল্পপতিদের নিয়ে বিজয়া সম্মিলনীর আয়োজন করছে রাজ্য সরকার। প্রত্যেক বছরের মতো এবছরও রাজ্য সরকারের তরফ থেকে শিল্পপতি-সহ বিশিষ্টদের জন্য বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। বিগত কয়েক বছর এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হত ইকোপার্কে।
আরও পড়ুন-বিশ্বকাপেই অনিশ্চিত হার্দিক, গ্রেড ওয়ান লিগামেন্ট টিয়ারের আশঙ্কা, সারতে অন্তত দু’সপ্তাহ
এ বছর আলিপুর জেল মিউজিয়ামে হবে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। প্রসঙ্গত, পুজো মিটতেই বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের নেতা-মন্ত্রী থেকে শুরু করে আধিকারিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজয়ার প্রণাম সারতে কালীঘাটে যান। দলের নেতা-কর্মীদের কার্নিভাল পর্যন্ত এলাকা ছাড়তে নিষেধ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে রাজ্যের পুলিশকর্তাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, যেহেতু উৎসবের মরশুম এখনও চলছে, তাই তাঁরা যেন সতর্ক থাকেন। বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনও বিশৃঙ্খলা বা কোনও দুর্ঘটনা না ঘটে, তার জন্য সতর্ক করে দেন। এরপর এদিন রাজ্য সরকারের আধিকারিকদের তিনি বিজয়া সম্মেলন আয়োজনের নির্দেশ দেন।
আরও পড়ুন-স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আরও ২৩ হাজার পড়ুয়াকে শিক্ষা ঋণ
মূলত রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতর এই বিজয়া সম্মিলনীর আয়োজনের দায়িত্বে থাকে। উল্লেখ্য, আলিপুর সেন্ট্রাল জেলকে স্বাধীনতা সংগ্রামীদের মিউজিয়াম হিসাবে সাজিয়ে তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি সুন্দর ক্যাফেটেরিয়াও তৈরি করা হয়েছে। সেখানেই হবে বিজয়া সম্মিলনী।