বিশ্বকাপেই অনিশ্চিত হার্দিক, গ্রেড ওয়ান লিগামেন্ট টিয়ারের আশঙ্কা, সারতে অন্তত দু’সপ্তাহ

ইংল্যান্ড ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেটাররা যখন নবাবের শহরে পা রাখলেন, তখনই তাঁদের উদ্বেগ আরও বাড়িয়ে দিলেন হার্দিক পান্ডিয়া

Must read

লখনউ, ২৬ অক্টোবর : ইংল্যান্ড ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেটাররা যখন নবাবের শহরে পা রাখলেন, তখনই তাঁদের উদ্বেগ আরও বাড়িয়ে দিলেন হার্দিক পান্ডিয়া। পরের দুটি ম্যাচ নয়, বাকি বিশ্বকাপেই এখন অনিশ্চিত বরোদার অলরাউন্ডার। তাঁর গোড়ালির চোট গুরুতর।

আরও পড়ুন-স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আরও ২৩ হাজার পড়ুয়াকে শিক্ষা ঋণ

গ্রেড ওয়ান লিগামেন্ট টিয়ার হয়েছে বলে আশঙ্কা চিকিৎসকদের। পরীক্ষা চলছে। যদি সত্যিই তাই হয়, তাহলে হার্দিক বিশ্বকাপের বাকি ম্যাচ হয়তো খেলতে পারবেন না। পুণেতে ১৯ অক্টোবর বাংলাদেশ ম্যাচে নিজের বোলিংয়ের সময় বল আটকাতে গিয়ে তিনি এই চোট পেয়েছিলেন। তারপর থেকে হার্দিক বেঙ্গালুরুর এনসিএতে রয়েছেন। তাঁর প্রথমে লখনউয়ে ইংল্যান্ড ম্যাচের জন্য দলে যোগ দেওয়ার কথা ছিল। পরে জানা যায় তিনি শ্রীলঙ্কা ম্যাচেও নেই। এখন আশঙ্কা হচ্ছে যে, হার্দিক হয়তো বিশ্বকাপেই আর খেলতে পারবেন না!

আরও পড়ুন-পড়ুয়াদের হাতেকলমে রাসায়নিক বিক্রিয়া বোঝাবে যন্ত্র, কালনার শিক্ষকের আবিষ্কার পেল পেটেন্ট

বোর্ড সূত্রে খবর, নীতিন প্যাটেলের নেতৃত্বে বোর্ডের মেডিক্যাল টিম হার্দিকের দিকে নজর রাখছে। জানা গিয়েছে, প্রথমে যা ভাবা গিয়েছিল তার থেকে চোটের আকার গুরুতর। এটা সাধারণ পা মচকানো নয়। খুব অল্প লিগামেন্ট টিয়ার হলেও মাঠে ফিরতে দু’সপ্তাহ সময়
লাগে। সেক্ষেত্রে বিশ্বকাপের বাকি ম্যাচে তাঁর খেলা কঠিন।
বোর্ডের মেডিক্যাল টিম দ্রাবিড়, রোহিতদের পরিস্থিতি জানিয়েছে। দল এখনই হার্দিকের পরিবর্তে কাউকে চায় না। রোহিতরা হার্দিকের জন্য অপেক্ষা করবেন। ম্যাচে তাঁর জায়গা নেবেন সূর্যকুমার যাদব।

Latest article