পড়ুয়াদের হাতেকলমে রাসায়নিক বিক্রিয়া বোঝাবে যন্ত্র, কালনার শিক্ষকের আবিষ্কার পেল পেটেন্ট

বুঝতে পারবে হাইড্রোজেন, কার্বন ডাই-অক্সাইড, হাইড্রোজেন সালফাইডের মতো বিভিন্ন গ্যাসের ধর্ম। বাড়বে বিজ্ঞানের প্রতি আগ্রহ।

Must read

সংবাদদাতা, কাটোয়া : বিজ্ঞানের নানা বিষয়কে হাতেকলমে পড়ুয়াদের সামনে উপস্থাপিত করার লক্ষ্যে কালনার এই অবসরপ্রাপ্ত শিক্ষক অমল কুমার তৈরি করে ফেলেছেন ‘ডাবল চেম্বার গ্যাস জেনারেটর’। এই যন্ত্রের মাধ্যমে পড়ুয়ারা খুব সহজেই যে কোনও রাসায়নিক বিক্রিয়া, গ্যাস তৈরি হাতেকলমে করতে পারবে। বুঝতে পারবে হাইড্রোজেন, কার্বন ডাই-অক্সাইড, হাইড্রোজেন সালফাইডের মতো বিভিন্ন গ্যাসের ধর্ম। বাড়বে বিজ্ঞানের প্রতি আগ্রহ।

আরও পড়ুন-তীব্র বায়ুদূষণে জেরবার দিল্লি, বাড়ছে শ্বাসকষ্ট

অমলের এই আবিষ্কারকে স্বীকৃতি দিয়ে দেশের সরকার পেটেন্ট দিয়েছে। যন্ত্রটির উপকরণ প্লাস্টিকের বোতল, রোলার ক্ল্যাম্প বা রেগুলেটর, স্যালাইনের নল আর পরিবর্তনশীল চেম্বার। এই যন্ত্রের সাহায্যে বিভিন্ন গ্যাস উৎপাদন করতে খরচ পড়বে মাত্র ৫০ টাকা।
কালনা শহরের কাঁসারিপাড়ার বাসিন্দা ও শহরের মহারাজা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বছর পঁয়ষট্টির অমল জানালেন, স্কুলের বাইরে ছাত্রছাত্রীরা ল্যাবরেটরির সুবিধে পায় না। ফলে স্কুল ছুটি থাকলে বিজ্ঞান বিষয়ের প্র্যাকটিক্যাল করার সুযোগ থাকে না। তাতে পঠনপাঠনের খামতি হয়ে যায়। তাছাড়া এমন কিছু বিষয় আছে, যা হাতেকলমে না দেখালে পড়ুয়াদের বোধগম্য হয় না।

আরও পড়ুন-কাকভোরে সামশেরগঞ্জে ফের ভয়াবহ নদীভাঙন, বিপজ্জনক দশ বাড়ি

এই যন্ত্রে অল্প রাসায়নিক ব্যবহারে প্র্যাকটিক্যাল করা যাবে। যন্ত্রটি ছোট হওয়ায় সহজ বহনযোগ্য। যন্ত্র তৈরির ভাবনা ২০১৮-য়। সেবার অমল জেলার সেরা শিক্ষক হন। বহু পরীক্ষা-নিরীক্ষার পর যন্ত্রটির কার্যকারিতা প্রমাণিত হওয়ার পরই পেটেন্টের আবেদন করেন। পেনশনের টাকা খরচ করে তৈরি যন্ত্রটি পেটেন্টের শংসাপত্র পাওয়ায় খুশি অমল। বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, ‘‘উনি কালনার গর্ব।’’

Latest article