আজ দুর্গা-কার্নিভাল (Red Road Carnival)। সেই কারণে বন্ধ রেড রোড। বৃস্পতিবার রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে ওই রাস্তা। কার্নিভালের জন্য দুপুর ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রেড রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, প্ল্যাসে গেট রোড ও এসপ্ল্যানেড র্যা ম্প পুরোপুরি বন্ধ রাখা হবে। দুপুর ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত খিদিরপুর রোডে হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
কার্নিভালে রেড রোডে (Red Road Carnival) থাকছে ৫০০ পুলিশ। একই সঙ্গে রাস্তায় ট্র্যা ফিক নিয়ন্ত্রণে থাকছে ২০০০ পুলিশ। পাশাপাশি থাকছেন ১৬ জন ডিসি পদমর্যাদার আধিকারিক। ৮ জন জয়েন্ট সিপি পদমর্যাদার। থাকবে চারটি ওয়াচ টাওয়ার। বালির বস্তারও তৈরি বাঙ্কার রাখা হচ্ছে।
কার্নিভালে অংশ নিতে আসা গাড়িগুলি ছাড়া অন্য কোনও গাড়িকে এদিন দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এক্সাইড মোড় থেকে হেস্টিংস ক্রসিং, রেড রোড, লাভার্স লেন, ডাফরিন রোড, নিউ রোড পর্যন্ত এজেসি বোস রোড ধরে এগতে দেওয়া হবে না। অন্যদিকে বিসর্জনের জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে এবছর সোশ্যাল মিডিয়ায় জোয়ার-ভাটার সময় জানানো হচ্ছে।
আরও পড়ুন- রাজ্যপালের দুর্গারত্ন সম্মান ফেরাল আরও ২ পুজো কমিটি