হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু চিনের প্রাক্তন প্রধানমন্ত্রীর

Must read

প্রয়াত চিনের প্রাক্তন প্রিমিয়ার অথবা প্রধানমন্ত্রী লি কেকিয়াং (Li Keqiang)। চিনের সরকারি সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, শুক্রবার ভোরে সাংহাইয়ের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। চিনে প্রধানমন্ত্রীর পদ হল দেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতার পদ। কেকিয়াং প্রধানমন্ত্রী ছিলেন ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত।

আরও পড়ুন- তীব্র বায়ুদূষণে জেরবার দিল্লি, বাড়ছে শ্বাসকষ্ট

গোটা বিশ্ব যখন আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় সফলভাবে চিনের অর্থনীতি পরিচালনা করেছিলেন কেকিয়াং (Li Keqiang)। এর জন্য সকল স্তরের প্রশংসা পেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর কাজ না পসন্দ ছিল চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। ২০২২ সালে কেকিয়াং-কে সরিয়ে দিয়ে নিজের পছন্দের লি কিয়াংকে চিনের প্রধানমন্ত্রীর পদে বসিয়েছিলেন জিনপিং। চিনে কমিউনিস্ট নেতারা ৭০ না হলে অবসর নেন না। কিন্তু কেকিয়াংয়ের ক্ষেত্রে এমনটা হয়নি। কেকিয়াংয়ের ৭০ বছর হওয়ার ঠিক দুই বছর আগেই পার্টি কংগ্রেসে দলের স্থায়ী কমিটি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছিল।

Latest article