ষড়যন্ত্রের শিকার জ্যোতিপ্রিয় মল্লিক: বাংলায় বিজেপির অবস্থা সঙ্গীন, বলছে তৃণমূল

Must read

টানা ২০ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালানোর পর রেশন বণ্টন মামলায় গ্রেফতার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick)। ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডি হানা নিয়ে বৃহস্পতিবারই ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপিকে নিশানা করে বলেছিলেন, ‘ওদের প্রতিহিংসার সীমা ছাড়াচ্ছে! বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় চলছে, তখন ভোর বেলায় বালুর বাড়িতে রেড হচ্ছে। ক্ষমতায় আছে বলে সব করছে। কিন্তু ক্ষমতা চিরদিন থাকবে না! নতুন প্রজন্ম আসবেই।“ আজ জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর বিজেপিকে তুলোধনা করেছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ।

মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee) জানান, “কাউকে গ্রেফতার করা মানেই তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়া নয়। আগেও গ্রেফতার হয়েছে। তাঁদের বিচার এখনও চলছে। বিজেপি বুঝতে পারছে বাংলায় তাঁদের অবস্থা আরও সঙ্গীন। পরের লোকসভা ভোটেও জনসমর্থন পাবে না। তাই প্রশাসনিক নয়, তদন্তকারী সংস্থাকে এভাবে কাজে লাগিয়ে তৃণমূল নেতাদের একে একে জেলে পাঠাচ্ছে।”

আরও পড়ুন- রাজ্যপালের দুর্গারত্ন সম্মান ফেরাল আরও ২ পুজো কমিটি

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal ghosh) গদ্দার অধিকারীকে খোঁচা দিয়ে বলেন, “শুভেন্দু ও বিজেপি ওয়াশিং মেশিন রাজনীতি করছে। এটা ষড়যন্ত্র নাহলে এতদিনে তাঁরই জেলে থাকার কথা।”

আজই জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিলে জোকা ইএসআই হাসপাতালে। শুক্রবারই আদালতে পেশ করা হবে তাঁকে।

Latest article