সরকারের অনুমতি ছাড়া অসমে সরকারি কর্মীরা আর দ্বিতীয় (Second marriage-Assam) বিয়ে করতে পারবেন না। বৃহস্পতিবার নয়া নির্দেশিকা জারি করেছে অসম সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্সোনাল ল’ বা নিজস্ব ধর্মীয় আইন যাই বলা হোক না কেন এক্ষেত্রে তার কোনও গুরুত্ব নেই।
হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে অসমে ইতিমধ্যেই দুই সন্তান নীতি চালু হয়েচ গিয়েছে। যেখানে বলা হয়েছিল ২০২১ সালের পর যে সমস্ত দম্পতির দুইয়ের বেশি সন্তান থাকবে তাঁরা সরকারি চাকরি পাবেন না। এবার সরকারি কর্মীদের দ্বিতীয় বিয়ে নিয়ে নির্দেশিকা জারি করল অসম সরকার।
নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম স্ত্রী জীবিত থাকতে কখনই কোনও সরকারি কর্মী দ্বিতীয় বিয়ে (Second marriage-Assam) করতে পারবেন না। দ্বিতীয় বিয়ে করতে হলে সরকারের কাছে অনুমতি নিতে হবে। যদি তা না হয় সরকারি কর্মীদের মোটা অঙ্কের জরিমানা করা হবে এবং তাঁর বিরুদ্ধে শুরু হবে বিভাগীয় তদন্ত। এমনকি নিজস্ব ধর্মীয় আইন এক্ষেত্রে কোনও গুরুত্ব পাবে না।
আরও পড়ুন- ষড়যন্ত্রের শিকার জ্যোতিপ্রিয় মল্লিক: বাংলায় বিজেপির অবস্থা সঙ্গীন, বলছে তৃণমূল