মৌসুমী দাস পাত্র, নদিয়া: শিশু নির্যাতন ও নারীধর্ষণ রুখতে নিজেদের সাড়ে ৪ বছরের একরত্তি কন্যাকে লক্ষ্মীরূপে আরাধনা করলেন কৃষ্ণগঞ্জের বাগচী-দম্পতি। কন্যা আরিত্রিকাকে লক্ষ্মী (Lakshmi Puja) রূপে পুজো করে অভিনব উপায়ে নারী নির্যাতনের প্রতিবাদ জানালেন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের নাঘাটা পাড়া এলাকার বাসিন্দা শিক্ষক অর্জুন বাগচীর পরিবার। লক্ষ্মীপূর্ণিমার পুণ্য তিথিতে ধন-ম্পদ লাভের আশায় লক্ষ্মীর আরাধনায় মানুষ যখন ব্রতী, সেই সময় একরত্তি শিশুকন্যাকে লক্ষ্মীর আদলে সাজিয়ে ধর্মীয় রীতি মেনে তাকে পুজো করে পৃথিবী থেকে শিশু নির্যাতন ও নারীধর্ষণের মতো অসামাজিক ঘটনা যাতে আর না ঘটে সে জন্য লক্ষ্মীর কাছে কাছে প্রার্থনা জানালেন বাগচী দম্পতি। তাঁদের ঠাকুরঘরের সিংহাসনে মা লক্ষ্মীর প্রতিকৃতির সামনেই নিজেদের শিশুকন্যাকে লক্ষ্মী সাজিয়ে পুরোহিত ডেকে পুজো (Lakshmi Puja) করলেন বাগচী পরিবারের সদস্যরা। ছোট্ট আরিত্রিকাকে হলুদ শাড়ি পরিয়ে হাতে পিতলের কলসি দেওয়া হয়। পেশায় হাইস্কুলের শিক্ষক অর্জুন বাগচী বলেন, ‘কন্যার জন্মের পর থেকে আমাদের সংসারে উন্নতি হয়। তাই ও আমাদের ঘরের লক্ষ্মী। আজও মেয়েদের উপর নানা অত্যাচার চলে। শিশু নির্যাতন ও নারীধর্ষণ রুখতে পুজোর মাধ্যমেই বার্তা দিতে চেয়েছি, মেয়েদের প্রতিটি স্তরে যেন সম্মান দেওয়া হয়।’ মা ঝুমা বাগচী বলেন, ‘মেয়েসন্তানকে পরিবারের লক্ষ্মী হিসাবে গণ্য করা হয়। এছাড়াও নারীকে মাতৃশক্তি রূপে মানা হয়। সেই কারণেই মৃন্ময়ী মূর্তির বদলে ঘরের মেয়েকেই লক্ষ্মীরূপে আরাধনা করার সিদ্ধান্ত নিই আমরা।’ বাগচী-দম্পতির এই পুজো দেখতে ভিড় জমান প্রতিবেশীরা।