বড়মার একশো বছরে নতুন মন্দিরে কষ্টিপাথরের মূর্তি

Must read

সুপ্রিয় মুখোপাধ্যায়, নৈহাটি: রাজ্যে কালীর শহর বলে পরিচিত নৈহাটির অন্যতম নামী ও মানুষের আশা-ভরসার দেবী বড়মা (Boro Maa Naihati)। তাঁর সম্পর্কে বলা হয়, ধর্ম যার যার, বড় মা সবার। শনিবার কোজাগরী লক্ষ্মীপূর্ণিমার দিনই কাঠামোপুজোর মধ্যে দিয়ে শুরু হল বড়মার মূর্তি গড়ার কাজ। এবার বড়মার এই পুজো পড়েছে ১০০ বছরে। তাই এবার আগেই মন্দিরে আনা হয়েছে কষ্টিপাথরে তৈরি বড়মার নতুন মূর্তি। তবে এখনও সর্বসম্মুখে আনা হয়নি নবনির্মিত সেই কষ্টিপাথরের বড়মার মূর্তি (Boro Maa Naihati)। মন্দির কমিটি জানিয়েছে, বেশ কয়েকদিন ধরে শুদ্ধীকরণ ও প্রতিষ্ঠার কাজ চলছে। এর পরই রবিবার দুপুর সাড়ে বারোটার সময় সর্বসাধারণের দর্শনের জন্য খুলে দেওয়া হবে নবনির্মিত মন্দিরের দরজা। আর সেখানেই দেখা মিলবে কষ্টিপাথরের বড়মার নতুন মূর্তিটির। শুক্রবার থেকেই মন্দিরে চলছে নানা অনুষ্ঠান। পুজোপাঠ, মহাযজ্ঞ এবং নতুন মন্দিরের দ্বারোদ্ঘাটন-সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। আজ, রবিবার মায়ের দর্শন শুরুর আগে পর্যন্ত ভক্তদের মন্দিরে প্রবেশ নিষেধ রেখেছে মন্দির কমিটি। পুজোও দিতে পারবেন না তাঁরা। মায়ের নতুন মূর্তির শুদ্ধীকরণ শেষেই প্রকাশ্যে দেখা মিলবে বড়মার। দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন বড়মার দর্শন পেতে। দেশ-দেশান্তরের মানুষ এসে মায়ের আশীর্বাদ নিয়ে যান।

আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় মহিলাদের লক্ষ্মীপুজো

Latest article