লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় মহিলাদের লক্ষ্মীপুজো

Must read

সংবাদদাতা, এগরা : ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar) প্রকল্পের টাকা দিয়েই লক্ষ্মীপুজো করছেন মহিলারা। পূর্ব মেদিনীপুরের এগরার নেগুয়াতে। সেই পুজো ঘিরে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। এগরার ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ নেওয়া (নুটিবেড়) নিউ স্টার উপসংঘের উদ্যোগে মহিলা পরিচালিত এই লক্ষ্মীপুজো এবার তৃতীয় বর্ষে। হেঁশেল সামলে পুজোর আয়োজন করছেন। শুক্রবার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উদ্বোধন হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, বস্ত্র বিলি-সহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি রয়েছে। ২০২১ সালে লক্ষ্মীপুজো শুরু করেন ১৪১ জন সদস্যা। ক্রমে সদস্যা সংখ্যা বেড়ে ২০০ হয়েছে। তার মধ্যে ১৫০ জন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান। যাঁরা এই প্রকল্পের আওতায় আসেননি, তাঁরাও ১০০-২০০ টাকা চাঁদা দিয়েছেন। স্থানীয় বাশুলি মন্দির প্রাঙ্গণে মণ্ডপ গড়ে পুজো হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পকে সম্মান জানাতে তার সঙ্গে সাযুজ্য রেখেই লক্ষ্মীপ্রতিমা তৈরি হয়েছে। উপসংঘের সদস্যা মহুয়া বারিক, বাসন্তী পাত্র, সীমা রঞ্জিত, টুটুল আচার্য, চামেলি গুছাইত আয়োজনে হাত লাগিয়েছেন। সম্পাদিকা স্বপ্না আচার্য বলেন, নেগুয়া এলাকায় মহিলাদের পরিচালনায় দুর্গাপুজো হয়। কিন্তু, লক্ষ্মীপুজোর চল ছিল না। লক্ষ্মীপুজোর আয়োজন করে আনন্দভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন।

আরও পড়ুন-বিশ্বভারতী: আত্ম-প্রচারকদের ফলক সরাতে বলুক কেন্দ্র, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Latest article