দুবাই, ২৬ অক্টোবর : গতবারের চ্যাম্পিয়ন। অথচ এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচই হেরে প্রবল চাপে ওয়েস্ট ইন্ডিজ। কায়রন পোলার্ডদের সেমিফাইনালে ওঠার রাস্তা ক্রমশ কঠিন থেকে কঠিনতর হচ্ছে।
আরও পড়ুন-কোচের আবেদনপত্র জমা দিলেন দ্রাবিড়
মঙ্গলবার প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান তুলেছিল ক্যারিবিয়ানরা। জবাবে ১৮.২ ওভারে ২ উইকেটে ১৪৪ রান করে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা (২) এবং রেজা হেনড্রিক্স (৩০ বলে ৩৯) আউট হলেও, ১০ বল হাতে রেখেই দলকে জয় এনে দেন এইডেন মার্করাম (২৬ বলে অপরাজিত ৫১) এবং রাসি ভ্যান ডুসেন (৫১ বলে অপরাজিত ৪৩)।
অথচ প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা বেশ ইতিবাচকভাবে শুরু ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে, ইভিন সুইস তো রীতিমতো খুনে মেজাজে ব্যাট করছিলেন। কিন্তু ১১তম ওভারে ৩৫ বলে ৫৬ রান করে লুইস আউট হতেই ধস নামে। তিন নম্বরে ব্যাট করতে নামা নিকোলাস পুরান ৭ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। পরের ওভারেই আউট হয়ে যান লেন্ডি সিমনস (৩৫ বলে ১৬)। ক্রিস গেইল ১২ বলে ১২ রান করে আউট হন। এই ম্যাচেও ব্যর্থ হলেন আন্দ্রে রাসেল। তিনি মাত্র ৫ রান করেন। অধিনায়ক পোলার্ড ২০ বলে ২৬ রান না করলে দলের রান দেড়শোর কাছাকাছি পৌঁছত কি না সন্দেহ!