বিরাটদের জন্য তিন মন্ত্র লক্ষ্মণের

Must read

দুবাই, ২৬ অক্টোবর : পাকিস্তানের বিরুদ্ধে বিরাট বিপর্যয় থেকে কী শিক্ষা নেওয়া উচিত ভারতের, তা জানিয়ে দিলেন ভিভিএস লক্ষ্মণ। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিদের জন্য তিনটি মূল্যবান পরামর্শ দিয়েছেন যা বিশ্বকাপে ভারতীয় দলের ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে।

 

লক্ষ্মণ বলেছেন, ‘‘আমি মনে করি, পাকিস্তান ম্যাচের ভুলগুলি দ্রুত শুধরে নিতে হবে। শিশিরের প্রভাব থাকবেই। কিন্তু নিজেদের কাজটা সঠিকভাবে করা যেতে পারে। প্রথমত, শুরুর পাওয়ার প্লে কাজে লাগাতে হবে। ওই সময় ফিল্ডিং বিধিনিষেধের সুবিধা নিতে হবে। দ্বিতীয়ত, ব্যাটিংয়ের সময় দ্রুত উইকেট হারালে চলবে না এবং বোলিংয়ের সময় উইকেট তুলতে হবে। আর এটাই খুব কঠিন কাজ। বিশেষ করে যদি স্কোর বোর্ডে রান কম থাকে, তখন বোলারদের কাজটা কঠিন হয়ে যায়। তৃতীয়ত, বোলারদের লেংথ ঠিক রাখায় জোর দিতে হবে। উইকেট নেওয়ার চেষ্টা করার সময় লেংথে বৈচিত্র আনাটা খুব গুরুত্বপূর্ণ।’’
এরপর তাঁর সংযোজন, ‘‘পাকিস্তানের বিরুদ্ধে আমাদের বোলাররা কিছুটা শর্ট বল করেছে। ওরা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বোলিং করেনি বলেই আমার মনে হয়েছে। আশা করি, টিম ম্যানেজমেন্ট এগুলো নিয়ে ভাববে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোমওয়ার্ক করে মাঠে নামবে।’’

Latest article