প্রতিবেদন : যুদ্ধ নয়, শান্তি চাই। গাজা ভূখণ্ডে শান্তি ফেরানোর দাবিতে উত্তাল হল নিউইয়র্ক (New York)। ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাতে রক্তাক্ত দুই দেশই। হামাসের হামলার পাল্টা প্রত্যাঘাতে ঝাঁজ বাড়িয়ে চলেছে ইজরায়েল। আকাশপথে হামলার পাশাপাশি এবার সরাসরি ট্যাঙ্কার নিয়ে গোলাবর্ষণ চলছে। হতাহতের অভিঘাতে গাজার পরিস্থিতি শোচনীয়। কূটনৈতিক দ্বন্দ্বে কার্যত মানবতার সংকট। পশ্চিম এশিয়ার রক্তক্ষয়ী সংঘাতের প্রতিবাদে এবার বিক্ষোভ হল মার্কিন মুলুকে। নিউইয়র্কের (New York) গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে বিক্ষোভ প্রদর্শনে শামিল হলেন শয়ে শয়ে বিক্ষোভকারী। তাঁদের একটাই দাবি, অবিলম্বে গাজায় যুদ্ধ ও নিরীহ মানুষের উপর আক্রমণ থামাতে হবে। যুদ্ধবিরোধী বিক্ষোভ উত্তাল হয়ে ওঠায় অতিরিক্ত জনসমাগমের চাপে রেল স্টেশন বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
শুক্রবার এই তথ্য জানিয়েছে মেট্রোপলিটন পরিবহণ কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা সূত্রে খবর, গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল নিউইয়র্ক শহরের অন্যতম ব্যস্ত স্টেশন। আর সেই স্টেশনেই বিক্ষোভকারীদের উপস্থিতিতে ট্রেন ধরতে বিস্তর সমস্যার মুখে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। তবে যাত্রীদের কথা মাথায় রেখেই বিকল্প স্টেশন ব্যবহারের কথা বলেছে এমটিএ। ইতিমধ্যে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এমটিএ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্টেশন বন্ধ থাকবে। যুদ্ধবিরোধী বিক্ষোভ সমাবেশে শয়ে শয়ে ইহুদি ধর্মাবলম্বী মানুষ অংশ নেন। তাঁদের মধ্যে অনেকেই এদিন কালো টি-শার্ট পরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের টি-শার্টে বিভিন্ন ধরনের স্লোগান লেখা ছিল। যেমন, ইহুদিরা এখনই যুদ্ধবিরতি চায়, আমাদের নামে যুদ্ধ নয়। পাশাপাশি তাঁরা স্লোগান দিতে থাকে, আর কোনও অস্ত্র নয়, আমরা এবার যুদ্ধবিরতি চাই। ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, নিউইয়র্ক গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল ফাঁকা করার জন্য পুলিশ লাঠিচার্জ করেছে। সমস্ত ব্যানার খুলে ফেলা হয়। পাশাপাশি কয়েকজনকে পাকড়াও করে নিয়ে যায় পুলিশ।
জিউশ ভয়েস ফর পিস নামে ইহুদিদের একটি সংগঠন এই বিক্ষোভের আয়োজন করেছিল। ইজরায়েলের বন্ধু দেশ আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ইহুদি সংগঠনের যুদ্ধবিরোধী বিক্ষোভ তাৎপর্যপূর্ণ।