জ্যোতিপ্রিয়র গ্রেফতারে বিজেপির চক্রান্ত নিয়ে ফুঁসছে ক্ষুব্ধ মন্তেশ্বর

Must read

সংবাদদাতা, কাটোয়া : মন্তেশ্বরের পূর্ব থাঁপুর গ্রামের উন্নয়নের কাণ্ডারী তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya mallick Arrest) ভিটে বামুনপাড়া পঞ্চায়েতে। এলাকার নানাবিধ উন্নয়ন হয়েছে মল্লিক পরিবারের সৌজন্যেই। এলাকার নামী স্বাধীনতা সংগ্রামী ও এলাকার উন্নয়নে বহু অবদান রাখা প্রয়াত শক্তিপদ মল্লিকের ছেলে গ্রেফতার হওয়ায় রীতিমতো বিষাদ-বিক্ষোভ এলাকাজুড়ে। এলাকার উন্নয়নে শক্তিপদবাবুর ছোট ছেলে জ্যোতিপ্রিয় (Jyotipriya mallick Arrest) ওরফে বালু ও তাঁর দাদাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মল্লিক পরিবারের দান করা জমিতেই তৈরি হয়েছে স্কুল, আইটিআই কলেজ, পানীয় জলপ্রকল্প, বৈদ্যুতিক সাবস্টেশনের মতো একাধিক জনস্বার্থ প্রকল্প। যে কোনও প্রয়োজনে এলাকার মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও নজিরও আছে মন্ত্রীর পরিবারের। প্রতি বছরের মতো এবারও নবমীর দিন বাড়ি আসার কথা ছিল জ্যোতিপ্রিয়র। কিন্তু অসুস্থ থাকায় আসতে পারেননি। সেজন্যই তাঁর উদ্যোগে শুরু হওয়া তাঁদের বাড়ি-সংলগ্ন বারোয়ারি দুর্গাপুজোয় বস্ত্র ও রক্তদান শিবির এবার বন্ধ করে দেন উদ্যোক্তারা। ঘরের ছেলে পুজোয় আসতে না পারায় মনখারাপ ছিল পরিবার পরিজন ও এলাকার বাসিন্দাদের। তা কয়েকগুণ বেড়ে গিয়েছে গ্রেফতারির খবরে। সেই সঙ্গে ‘বিজেপির ঘৃণ্য রাজনীতির’ বিরুদ্ধে পুঞ্জীভূত হয়েছে ক্ষোভ। এলাকার বাসিন্দা পতিতপাবন চৌধুরী, বিচিত্র চৌধুরীরা বলেন, ‘মন্ত্রীকে এভাবে গ্রেফতার করার কারণ হল বিজেপির চক্রান্ত ও প্রতিহিংসা। এই ঘৃণ্য রাজনীতি অত্যন্ত নিন্দনীয়। প্রয়োজনে মন্ত্রীর পাশে দাঁড়াতে রাস্তায় নামতেও পিছপা হবে না পূর্ব খাঁপুর।’

আরও পড়ুন- শিশু-নির্যাতন ও ধর্ষণ রোখার বার্তায় একরত্তি কন্যাকে লক্ষ্মীরূপে আরাধনা

Latest article