কাবুল, ২৬ অক্টোবর : টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে আফগানিস্তান। রশিদ খান, মুজিবুর রহমানদের দাপটে স্কটল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আফগানরা। দেশে তালিবানদের ক্ষমতা দখলের পর ক্রিকেট মাঠে প্রথম সাফল্য। তাই রশিদদের জয় উপভোগ করলেন তালিবানরা।
আরও পড়ুন-টানা দ্বিতীয় হারে চাপে ওয়েস্ট ইন্ডিজ
স্কটিশদের হারানোর পর তালিবান নেতারা সামাজিক মাধ্যমে আফগানিস্তান দলকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দেন। তবে কাবুল শহরের পরিস্থিতি ভিন্ন। তালিবানরা উৎসব করলেও কাবুল ছিল শান্ত। সেখানকার সাধারণ মানুষ বর্তমান সরকারের প্রতি ভীতিতে উৎসব থেকে বিরত থাকেন। অথচ আগে রশিদদের জয়ের পর কাবুলের সাধারণ মানুষের মধ্যেই উৎসাহ-উদ্দীপনা বেশি থাকত।
আরও পড়ুন-বিরাটদের জন্য তিন মন্ত্র লক্ষ্মণের
স্কটল্যান্ড ম্যাচের অন্যতম নায়ক রশিদ খান দেশবাসীর উদ্দেশে আবেগঘন বার্তায় লিখেছেন, ‘বিশ্বকাপে আমাদের ভাল শুরু হওয়ায় দেশবাসীকে অভিনন্দন। আমার আশা, এই জয় আপনাদের মুখে হাসি ফোটাবে। আমরা এইভাবেই দেশবাসীকে গর্বিত করব। আপনাদের প্রার্থনা ও সমর্থনই আসল।’
এদিন তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ট্যুইটারে লিখেছেন, ‘আফগানিস্তান দলকে অভিনন্দন। ভবিষ্যতে আরও সাফল্য কামনা করছি।’ তালিবানদের কাতার কার্যালয়ের মুখপাত্র বলেছেন, ‘‘আমরা আশা করি, ক্রিকেটের মতো সাফল্য যেন আফগানিস্তানে অন্য ক্ষেত্রেও আসে। রাজনীতি, অর্থনীতিতেও সাফল্য দেখতে চাই।’’ রাষ্ট্রসংঘে তালিবানদের প্রতিনিধি সোহেল শাহিন বলেছেন, ‘‘ছেলেরা খুব ভাল খেলেছে। বিশ্বকাপে আরও জয় আমরা দেখতে চাই। অভিনন্দন আফগানিস্তান ক্রিকেট দলকে।’’