অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) রেল দুর্ঘটনার এক সপ্তাহও হয় নি তার মধ্যেই চোখের সামনে আরও এক রেল দুর্ঘটনা। এবার দুর্ঘটনা উত্তর প্রদেশে। মঙ্গলবার রাত ৯ টা নাগাদ গাজিপুর থেকে আনন্দবিহারগামী সুহেলদেব সুপারফাস্ট এক্সপ্রেস (Suheldev Superfast Express) দুর্ঘটনার কবলে পড়ে। রেলের তরফে খবর এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। প্রয়াগরাজ আউটারে ট্রেনটি লাইন থেকে ছিটকে যায়। রেলের দুটি বগি লাইন থেকে সরে যায়। বড় ঘটনা না হওয়ার ফলে কয়েক ঘণ্টা পর ফের ট্রেনটি রওনা হয় গন্তব্যে।
আরও পড়ুন-ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি চন্দননগরে
অমিত মালব্য এই বিষয়ে জানিয়েছেন, ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কীভাবে এই ঘটনা হল সেটা যদিও জানা যায় নি। ট্রেনটি লাইনচ্যূত হওয়ার ফলেই এই দুর্ঘটনা। এই ঘটনার পরেই ফের যাত্রী সুরক্ষা প্রশ্নের মুখে পড়ল। বিরোধীরা একাধিকবার এই ট্রেন দুর্ঘটনা নিয়ে প্রশ্ন করেছে কিন্তু কোনমতেই ঠেকানো যাচ্ছে না। প্রতি মাসেই কিছু না কিছু লেগেই রয়েছে। জুন মাসে দেশ দেখেছে ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা। এরপর অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরমে দুর্ঘটনা ভয়াবহ আকার নিয়েছে। ১৪ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৫০।
আরও পড়ুন-ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমছে
এই অবস্থায় রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে সেটাই স্বাভাবিক। অন্ধ্রপ্রদেশের ঘটনার নেপথ্যে রেল কর্মীর গাফিলতির কথা প্রকট হচ্ছে। রেলের ট্রেনের চালক সিগন্যাল খেয়াল না করে এগিয়ে গিয়েছেন।