ওয়াংখেড়েতে আজ নিজের মূর্তি উন্মোচন করবেন শচীন

মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলন ছিল দলের। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং ভারতীয় পেস বোলাররা এদিন প্র্যাকটিসে আসেননি

Must read

মুম্বই, ৩১ অক্টোবর : বিশ্বকাপে ছুটতে থাকা টিম ইন্ডিয়ার দুর্বল জায়গাটা নিয়ে চর্চা অব্যাহত। রোহিত শর্মাদের সফল কাপ অভিযানে উইক-লিঙ্ক একজনই, তিনি শ্রেয়স আইয়ার। হার্দিক পান্ডিয়া না থাকায় বৃহস্পতিবার মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধেও তিনি হয়তো আরও একটা লাইফলাইন পাবেন। রান করতে পারলে ভাল, নাহলে হার্দিক ফিরলে শ্রেয়সকেই বসতে হবে। কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে সূর্যকুমার যাদব দায়িত্বশীল ইনিংস খেলে দেওয়ার পর মুম্বইয়ের ব্যাটারের উপর আস্থা আরও বেড়েছে টিম ম্যানেজমেন্টের।

আরও পড়ুন-উত্তর কাশ্মীরে সন্ত্রাসীদের হাতে নিহত পুলিশ, তিন দিনের মধ্যে তৃতীয় টার্গেট হামলা

মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলন ছিল দলের। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং ভারতীয় পেস বোলাররা এদিন প্র্যাকটিসে আসেননি। রোহিত, মহম্মদ শামিরা হোটেলেই বিশ্রাম নেন। সাতজন এদিন নেট সেশনে ছিলেন। কে এল রাহুল, সূর্যকুমার যাদব, ঈশান কিশান, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাদেজার সঙ্গে শ্রেয়সও ছিলেন প্র্যাকটিসে। সংবাদমাধ্যমের ফোকাস শুধু শ্রেয়সেই। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের উপর চাপও বাড়ছে। নিজেও বুঝতে পারছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে রান না পেলে প্রথম একাদশ থেকে ছিটকে যেতে হবে। অপেক্ষায় আছেন ঈশান কিশান। ঝাড়খণ্ডের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানও এদিন নেটে চুটিয়ে ব্যাটিং করেছেন।
মুম্বইয়ে এখন বেশ গরম ও আর্দ্র আবহাওয়া। ওয়াংখেড়ের পাটা উইকেটে দক্ষিণ আফ্রিকা প্রায় ৪০০ রান তুলেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। এমন একটা উইকেটে অশ্বিনকে প্রথম একাদশে ফেরানোর প্রশ্নই নেই। বরং সফল বোলিং কম্বিনেশনেই আস্থা রাখছে ম্যানেজমেন্ট। শামি-যশপ্রীত বুমরা-মহম্মদ সিরাজের আগুনে কম্বিনেশনের সঙ্গে কুলদীপ যাদব ও জাদেজার স্পিন জুটি ভাঙার দুঃসাহস দেখিয়ে খলনায়ক হতে নিশ্চয়ই চাইবে না ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক।

আরও পড়ুন-কেরালার ধারাবাহিক বিস্ফোরণের অভিযুক্তর ২৯শে নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজত

রোহিত-রাহুল দ্রাবিড়দের মাথাব্যথা এখন শ্রেয়স। মঙ্গলবার ওয়াংখেড়ের নেটে ব্যাটিংয়ের সময় বাড়তি মনোযোগী দেখাল ভারতীয় ব্যাটারকে। ম্যাচে শর্ট বলে আউট হচ্ছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচেও শর্ট বলে পুল করতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। প্রায় দু’ঘণ্টা ধরে নেটে শর্ট বল মোকাবিলায় মহড়া সারলেন শ্রেয়স। শার্দূল, অশ্বিন, জাদেজাদের বোলিংয়ের পাশাপাশি থ্রো-ডাউনেও দীর্ঘ সময় ব্যাট করেন তিনি। নেট বোলারদেরও খেলেন।

আরও পড়ুন-সাবওয়ে উড়িয়ে দেওয়ার ‘হুমকি’, প্যারিসে হিজাব পরিহিত মহিলাকে গুলি পুলিশের

বিশ্বকাপে একটি ম্যাচে ৫৩ করেছেন শ্রেয়স। বাকি পাঁচ ম্যাচে তাঁর স্কোর যথাক্রমে ০, ২৫, ১৯, ৩৩ এবং ৪। চার নম্বরে নেমে ছয় ম্যাচে মাত্র ১৩৪ রান করেছেন। ব্যাটিং গড় ৩৩.৫। শ্রীলঙ্কা ম্যাচ শ্রেয়সের জন্য অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে, সন্দেহ নেই।
এদিকে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগের দিন আজ বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংবদন্তি শচীন তেন্ডুলকরের মূর্তি উন্মোচন হবে। মুম্বই ক্রিকেট সংস্থার তরফে স্টেডিয়ামে শচীনের নামাঙ্কিত স্ট্যান্ডের সামনেই নিজের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করবেন স্বয়ং মাস্টার ব্লাস্টার। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

Latest article