কেরালার ধারাবাহিক বিস্ফোরণের অভিযুক্তর ২৯শে নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজত

রবিবার কেরালার এর্নাকুলামে যিহোবার সাক্ষীদের একটি সম্মেলনে পর পর বিস্ফোরণের দায় স্বীকার করে মার্টিন পুলিশের কাছে আত্মসমর্পণ করে

Must read

কেরালার (Kerala) ধারাবাহিক বিস্ফোরণে অভিযুক্ত ডমিনিক মার্টিনকে মঙ্গলবার ২৯শে নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে (judicial custody) পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তাকে এর্নাকুলাম জেলা কারাগারে পাঠানো হবে। রবিবার কেরালার এর্নাকুলামে যিহোবার সাক্ষীদের একটি সম্মেলনে পর পর বিস্ফোরণের দায় স্বীকার করে মার্টিন পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পুলিশের কাছে আত্মসমর্পণের আগে, মার্টিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ্যে আনেন। কেন তিনি খ্রিস্টান সম্প্রদায়কে টার্গেট করার সিদ্ধান্ত নিয়েছেন তা ব্যাখ্যাও করেছেন।

আরও পড়ুন-সাবওয়ে উড়িয়ে দেওয়ার ‘হুমকি’, প্যারিসে হিজাব পরিহিত মহিলাকে গুলি পুলিশের

মার্টিন আরও দাবি করেছিলেন যে তিনি কয়েক বছর আগে যিহোবার সাক্ষিদের সাথে যুক্ত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ৬ মিনিটের ভিডিওতে মার্টিন বলেছেন, “আমি এর সম্পূর্ণ দায় নিচ্ছি। আমিই সেখানে বিস্ফোরণ ঘটিয়েছিলাম।” রবিবার সকালে কেরালার কালামাসেরিতে একটি কনভেনশন সেন্টারে তিনটি বিস্ফোরণে দু’জন মারা গেছে এবং ৫২ জন আহত হয়েছে। একটি খ্রিস্টান দলের একটি সম্মেলন কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সকাল ৯টার দিকে তারা একটি ফোন পায় যেখানে বিস্ফোরণের কথা জানিয়ে সাহায্য চাওয়া হয়।বিস্ফোরণের পর কনভেনশন সেন্টারের বাইরে শত শত মানুষ জড়ো হয় এবং খুব দ্রুত পুলিশ ও ফায়ার উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়।।

Latest article