আগামী ১৬ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের মন্ত্রী-বিধায়ক-সহ পঞ্চায়েতের সকলকে নিয়ে বৈঠক হবে। তার মধ্যে যদি কেন্দ্র বাংলার বকেয়া না দেয়, তাহলে বৃহত্তর আন্দোলনের রূপরেখা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়ে দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।
আরও পড়ুন: বাংলা জুড়ে শুরু বিজয়া সম্মিলনী, বঞ্চনার বিরুদ্ধে সরব তৃণমূল নেতৃত্ব
বাংলার বকেয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই সরব তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে দিল্লিতে বঞ্চিতদের বিশাল সমাবেশ হয়। বাংলার দাবি আদায়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়ে রাজভবনের সামনে টানা অবস্থান করেছেন অভিষেক। কিন্তু তাও কেন্দ্রের তরফে কোনও ইতিবাচক সাড়া মেলেনি। বাংলার প্রতি কেন্দ্রে বঞ্চনার ইস্যুতে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তিনি বলেন, “দীর্ঘদিন আন্দোলন হয়েছে। দিল্লিতেও আন্দোলন হয়েছে। প্রায় সাত হাজার কোটি টাকা এখনও পাওনা আছে। গ্রামের গরিব মানুষদের টাকা এখনও পাওয়া যায়নি। আমাদের সাংসদ-মন্ত্রীদের সঙ্গে দেখা করার সময় দিয়েও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করেননি।” কেন্দ্রকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলনে, বিজেপির নেতারা দেখা করতে গেলে তাঁদের আপ্যায়ণ করা হয়, অথচ দফতরে থেকে দেখা করেনি পঞ্চায়েতরাজ দফতরের প্রতিমন্ত্রী।
এরপরই মুখ্যমন্ত্রীর হুঙ্কার, “১৬ নভেম্বর আমরা নেতাজি ইনডোরে সব পঞ্চায়েত, পুরসভা, গ্রাম সভা, জেলা পরিষদ, ব্লক সভাপতি, সাংসদ-বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছি। সেই বৈঠকে আমরা সিদ্ধান্ত নেব। টাকা না দিলে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাবে।”