১ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল, দুর্নীতি নিয়ে বামেদের তুলোধনা মুখ্যমন্ত্রীর

Must read

গত বাম সরকারকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, ২০১১ সালে তৃণমূল যখন রাজ্যে ক্ষমতায় আসে, সেই সময় ১ কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। মুখ্যমন্ত্রী জানান, তাঁর আমলে সেই ১ কোটি কার্ড বাতিল করে রেশন কার্ডের ডিজিটালকরণ ঘটানো হয়েছে। অনেক ডিলারশিপ বাতিল করতে চেয়েছিলেন, কিন্তু আইনি বাধায় তা হয়নি বলে বুধবার নবান্নে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বকেয়া ফেরানোর দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক মুখ্যমন্ত্রীর, ১৬ নভেম্বর বৈঠক

এদিন পূর্বতন বাম সরকারের আমলে রেশন দুর্নীতির উদাহরণ তুলে ধরেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। বাম আমলের অব্যবস্থার কথা তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ সিপিএম বড় বড় কথা বলছে। আদালত, ED বা CBI-কে নিয়ে আমার ব্যক্তিগত মতামত রয়েছে। কিন্তু সেই নিয়ে কিছু বলব না আমি। কিন্তু বলে রাখছি, আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, ১ কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। ১ কোটি ভুয়ো রেশন কার্ড থাকার অর্থ, সেই রেশন কেউ না কেই তুলতেন! সেই টাকা কোথায় যেত? আজ পর্যন্ত তদন্ত হয়েছে?” কেন্দ্রীয় সরকারও ১০০ শতাংশ ডিজিটালকরণের জন্য রাজ্যের প্রশংসা করেছে। কিন্তু ৩৪ বছরের উত্তরাধিকার কাটিয়ে উঠতে সময় লেগেছে তাঁদের। গত দুই-তিন বছরে সব পরিষ্কার হয়েছে।
তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, পরিবর্তনের সময়ই তাঁরা জানিয়ে ছিলেন বদলা নয়, বদল চাই। সেই কারণে এখন সিপিএমের ক্যাডাররা হয়েছেন। কারও বিরুদ্ধে কোনও প্রতিহিংসামূলক পদক্ষেপ করেননি তিনি। তাঁর কথায়, “একজনের জায়গায় আর একজন চাকরি করছেন। কিন্তু এখন যত দোষ,নন্দ ঘোষ। দোষ প্রমাণের আগেই গ্রেফতার। কিছুই প্রমাণ হল না অথচ চোর বানিয়ে দিলেন।“

Latest article