উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন, সময়সীমা বাড়াল সংসদ

Must read

প্রতিবেদন: লেট ফাইন ছাড়া উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশনের (Higher secondary registration) সময়সীমা বাড়ল। বৃহস্পতিবার পর্যন্ত ফাইন ছাড়াই অনলাইনে রেজিস্ট্রেশনের ফর্ম পুরণ করা যাবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এক বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে। তবে, নির্দিষ্ট সময়ের মধ্যে এই বাবদ ফি-ও জমা দিয়ে দিতে হবে। নাহলে যথারীতি লেট ফাইন ধার্য হবে বলে জানানো হয়েছে। উচ্চমাধ্যমিক রেজিস্ট্রেশনে (Higher secondary registration) এবার আধার নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। চলতি বছরের ১৬ অগাস্ট থেকে ১০ নভেম্বরের মধ্যে উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের আধার নম্বর সংসদের পোর্টালে অনলাইনে আপডেট করতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনও পড়ুয়া অনলাইনে রেজিস্ট্রেশন করাতে না পারলে, ৩ থেকে ১০ নভেম্বরের মধ্যে জরিমানা দিয়ে রেজিস্ট্রেশন করানো যাবে।

আরও পড়ুন- কৃত্রিম কয়লা সংকট তৈরি করছে কেন্দ্র, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

Latest article