রাজ্যে আরও নতুন বিদ্যুৎ কেন্দ্র, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : দেশে কয়লা ক্ষেত্রে কৃত্রিম সংকট তৈরি করছে কেন্দ্রের মোদি সরকার। এরকম পরিস্থিতি চলতে থাকলে দীপাবলিতেও দেশের অনেক অংশে অন্ধকার নেমে আসতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই আবহে বুধবার নবান্ন থেকে এক সাংবাদিক বৈঠকে তিনি রাজ্যে আরও চার-পাঁচটি বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কথাও ঘোষণা করেন। এর মধ্যে কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হবে। কয়েকটি রাজ্য সরকার নিজেই তৈরি করবে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার অবশ্য ইতিমধ্যেই বর্তমান বিদ্যুৎকেন্দ্রগুলির আধুনিকীকরণের কাজও শুরু করেছে। এরজন্য বিরাট অঙ্কের বিনিয়োগও হয়েছে। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এদিন বলেন, আগে থেকে কয়লা জোগাড় করে রাখায় অন্য রাজ্যে সমস্যা দেখা দিলেও বাড়তি চাহিদা সত্ত্বেও এরাজ্যে বিদ্যুৎ সংকট দেখা দেয়নি। রাজ্যের বিদ্যুৎ বিভাগকেও এরজন্য কৃতিত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানান, এবছর বিদ্যুৎ দফতর সরকারকে ২০০ কোটি টাকার লভ্যাংশ দিয়েছে।

আরও পড়ুন- কৃত্রিম কয়লা সংকট তৈরি করছে কেন্দ্র, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

Latest article