সংবাদদাতা, হুগলি : জগজ্জননীর আরাধনায় মাততে চলেছে হুগলির চন্দননগর। ১৯ নভেম্বর থেকে শুরু হতে চলেছে চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো। তা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সমন্বয় বৈঠক করা হল। চন্দননগরের রবীন্দ্রভবনে জগদ্ধাত্রী পুজো কমিটিগুলোকে নিয়ে এই সমন্বয় বৈঠক হয়।
আরও পড়ুন-জগদ্দলে তৃণমূল নেতার বাড়িতে দুষ্কৃতী হামলা
পুজো কমিটিগুলোকে কীভাবে অনলাইন পারমিশন করাতে হবে, তা বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়। পাশাপাশি পুজোতে কী ধরনের ব্যবস্থা মণ্ডপে রাখতে হবে, সে সম্পর্কেও তাদের অবগত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন। ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিতপ্রসাদ জাভালগী, চন্দননগর পুরসভার মেয়র রাম চক্রবর্তী ও পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এ-বছর চন্দননগর ভদ্রেশ্বর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির আওতায় মোট ১৭৭টি পুজো হচ্ছে। এর বাইরেও বেশ কিছু পুজো রয়েছে। চন্দননগরে পাঁচ দিন ধরে জগজ্জননীর আরাধনায় লক্ষ মানুষের ঢল নামবে। দর্শনার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেদিকেই বিশেষ নজর দেওয়া হয় বৈঠকে।