জগদ্দলে তৃণমূল নেতার বাড়িতে দুষ্কৃতী হামলা

তৃণমূল নেতাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর গাড়িচালক রাহুল পাসোয়ান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী।

Must read

সংবাদদাতা, বারাকপুর : তৃণমূল নেতার বাড়িতে ঢুকে দুষ্কৃতীদের হামলার ঘটনায় উত্তেজনা ছড়াল জগদ্দল থানার আটচালা বাগান রোড এলাকায়। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। দুষ্কৃতীদের হাতে জখম হন তৃণমূল নেতার গাড়িচালক রাহুল পাসোয়ান। অভিযোগ, ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিগলেস সিংয়ের বাড়িতে দলবল নিয়ে আচমকা হামলা চালায় এলাকার অপরাধী ও নেশার কারবারি কালাবাবু।

আরও পড়ুন-ওয়াংখেড়েতে আজ পুনঃপ্রতিষ্ঠা রোহিতের, মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

তৃণমূল নেতাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর গাড়িচালক রাহুল পাসোয়ান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল নেতা দিগলেস সিং জানান, কালাবাবুর সঙ্গ ছেড়ে কয়েকজন ভাল হয়ে সমাজের মূল স্রোতে আসতে চেয়েছিল। তাদের আমি আশ্রয় দিয়েছিলাম। কিন্তু কালাবাবু ওদেরকে আশ্রয় দিতে নিষেধ করে। সে কারণেই কালাবাবু দলবল নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায় ও তাঁকে খুনের চেষ্টা করে। মূল অভিযুক্ত রাজা আনসারি ওরফে কালাবাবু ও তার ভাই নিয়ামত আলম ওরফে বাদলকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় যুক্ত থাকার কারণে আরও দু’জনকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বুধবার বারাকপুর আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতে পাঠান।

Latest article