প্রতিবেদন : চলতি মাসেই রাজ্যে ফের ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) ক্যাম্প চালু করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্লাবনে বিপর্যস্ত মানুষের জন্যই এই স্পেশ্যাল ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্পেশ্যাল ক্যাম্প হবে কালিম্পংয়েও। কয়েকদিন আগের ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গে গৃহহারা হয়েছেন অনেকে। প্রাকৃতিক দুর্যোগের কারণে সরকারি পরিচয়পত্র থেকে প্রকল্পের কাগজ ভেসে গিয়েছে বৃষ্টির জলে। তাঁদের জন্যই নভেম্বরে ফের দুয়ারে সরকার (Duare Sarkar) শুরুর ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে যে, খাদ্যসাথী থেকে স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভোটার কার্ড থেকে সামাজিক সুরক্ষা সংক্রান্ত সবকিছু নিয়েই আবেদন করা যাবে ক্যাম্পে। জলপাইগুড়ির মাল, ক্রান্তি, সদর এবং ময়নাগুড়ি সাব-ডিভিশনে ১৫টি ক্যাম্প বসবে। ৭ ও ৮ নভেম্বর অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গল ও বুধবার আবেদনপত্র গ্রহণ করা হবে। ১৭ এবং ১৮ নভেম্বর সরকারি সুবিধা প্রদান করা হবে।
আরও পড়ুন- লোকসভার অধ্যক্ষকে পত্রবোমা