লোকসভার অধ্যক্ষকে পত্রবোমা

অশালীন-অনৈতিক প্রশ্ন এথিক্স কমিটি থেকে, ওয়াক আউট মহুয়ার

Must read

প্রতিবেদন : এথিক্স কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লাকে বিস্ফোরক চিঠি দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। একজন মহিলা হিসাবে তাঁর মর্যাদা লঙ্ঘন করেছেন বলে চিঠিতে অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার ব্যক্তিগত, অশালীন এবং অনৈতিক প্রশ্ন করার অভিযোগে এথিক্স কমিটির বৈঠক থেকে ওয়াক আউট করেন মহুয়া (MP Mahua Moitra)। তাঁর আরও অভিযোগ, কমিটি প্যানেল মারফত অপমানজনক ব্যক্তিগত প্রশ্নের শিকার হয়েছেন তিনি। লোকসভার স্পিকারকে পাঠানো বিস্ফোরক চিঠিতে তিনি বৃহস্পতিবারের বৈঠককে ‘প্রবচনমূলক বস্ত্রহরণ’ হিসাবে বর্ণনা করেছেন। মহাভারতের একটি অধ্যায় যেখানে দ্রৌপদী ভরা রাজসভায় কুরু বংশের দ্বারা অপমানিত হয়েছিলেন। বৃহস্পতিবারের বৈঠকের পর সেই ঘটনার প্রসঙ্গ টেনে এনে সন্ধ্যায় স্পিকার ওম বিড়লার কাছে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন যে, এথিক্স কমিটির চেয়ারম্যান আমাকে বস্ত্রহরণের ন্যায় অপমান করেছেন। শুনানির সময় সংসদের নীতিশাস্ত্র কমিটির চেয়ারম্যানকে অশালীন, অনৈতিক এবং পক্ষপাতদুষ্ট আচরণের জন্যও অভিযুক্ত করেছেন মহুয়া। তাঁর অভিযোগ নীতিশাস্ত্র প্যানেলের “কোন নীতি বা নৈতিকতা অবশিষ্ট নেই।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন এটা কতটা লজ্জাজনক যে আমি, লোকসভার মাত্র ৭৮ জন মহিলা সদস্যের একজন হিসাবে, কমিটির চেয়ারম্যানের দ্বারা শুনানির নামে বস্ত্রহরণের শিকার হচ্ছি। ওম বিড়লাকে লেখা তার চিঠিতে মৈত্র বলেছেন,বিষয়ের সাথে প্রাসঙ্গিক প্রশ্ন জিজ্ঞাসা করার পরিবর্তে, চেয়ারম্যান বিদ্বেষপূর্ণভাবে এবং স্পষ্টভাবে একটি মানহানিকর উপায়ে আমাকে প্রশ্ন করে পূর্ব-কল্পিত ভাবে এতটাই পক্ষপাতিত্ব করেছেন যে, উপস্থিত ১১ জন সদস্যের মধ্যে ৫ জন এই লজ্জাজনক আচরণের প্রতিবাদে কার্যধারা বর্জন করেন। সবার লগইন পাসওয়ার্ড শেয়ার করা নিয়ে মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে প্রসঙ্গে চিঠিতে তিনি উল্লেখ করেছেন, লগইন সংক্রান্ত নিয়ম কি আছে, আর যদি কোনও নিয়ম থেকেই থাকে তাহলে সেই সংক্রান্ত বিষয়ে সংসদদের আগে জানান হয়নি কেন? কারণ সংসদের আইডিতে যদি কেউ লগ-ইন করে যদি কোন বিষয়ে আপলোড করে তাহলে সেই সংক্রান্ত ওটিপি আসতো। মহুয়া চিঠিতে উল্লেখ করেছেন প্রত্যেকটা সংসদই তাদের লগ ইন পাসওয়ার্ড শেয়ার করে থাকে। এই সংক্রান্ত বিষয়ে সংসদ দের আগে জানানো হয়নি কেন প্রশ্ন তুলেছেন মহুয়া মৈত্র (MP Mahua Moitra)।

আরও পড়ুন- কাঁথি পুরসভায় সারদা ফাইল লোপাট, জেরা সৌমেন্দুকে

Latest article