প্রতিবেদন : রবিবার ইডেন গার্ডেন্সে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বৈরথ (World Cup Semi final)। চলতি বিশ্বকাপের এক বনাম দু’নম্বর দলের লড়াই ঘিরে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। রোহিত শর্মা, বিরাট কোহলিরা শুক্রবার বিকেলে শহরে চলে আসার পর টিকিটের হাহাকার আরও বেড়েছে। কলকাতায় হাইভোল্টেজ এই ম্যাচ আয়োজন সুষ্ঠুভাবে করতে উদ্যোগী রাজ্য সরকার। আইসিসি টুর্নামেন্ট হলেও ম্যাচ আয়োজনে যাতে কোনও খামতি না থাকে এবং খেলার দিন দর্শক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সিএবি-র পাশে থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন-ভয়াবহ ভূমিকম্প নেপালে, মৃত্যু ১২৮ জনের
রাতে ম্যাচ-শেষে যাতে দর্শকরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, তার জন্যও বাড়তি বাসের ব্যবস্থা থাকছে। চলবে বাড়তি মেট্রোও। তবে রোহিতদের ম্যাচের টিকিট নিয়ে দুর্নীতির অভিযোগে শুক্রবারও সরগরম ময়দান। কলকাতা পুলিশ সূত্রে খবর, টিকিটের কালোবাজারির অভিযোগে ময়দান, হেয়ার স্ট্রিট এবং এন্টালি থানায় গোটা সাতেক এফআইআর দায়ের হয়েছে সিএবি ও অনলাইনে টিকিট বিক্রি করা সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে। ময়দান থানায় হাজিরা দিয়েছেন টিকিট বুকিং সংস্থার প্রতিনিধি। কিন্তু সিএবি-র তরফে কারও বক্তব্য পুলিশ রেকর্ড করেছে কি না, তা জানা যায়নি।
অনলাইনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের (World Cup Semi final) টিকিট বিক্রি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, অনলাইনে বিক্রেতারা দেখাচ্ছেন, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৯০টি টিকিট রয়েছে। টিকিটগুলোর দাম ৯০০০ টাকা বা তারও বেশি। অথচ ইডেন গার্ডেন্সের আসন সংখ্যা প্রায় ৬৮ হাজার। কলকাতা পুলিশের উচিত, টিকিটের কালোবাজারির মাথাদের ধরা। বেটিং চক্রও ফাঁস করা উচিত।