শেষশ্রদ্ধা জানাতে বালিগঞ্জের বাড়িতে মুখ্যমন্ত্রী

নোবেলজয়ীর প্রয়াত মাকে গার্ড অফ অনার

Must read

প্রতিবেদন : নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের (Abhijit Vinayak Banerjee) মা নির্মলা বন্দ্যোপাধ্যায় (Nirmala Banerjee) শুক্রবার সকালে শহরের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি বলেন, মহিলা শিক্ষায় তিনি অনেক অবদান রেখে গিয়েছেন। নোবেলজয়ী অর্থনীতিবিদের মা নিজেও অর্থনীতির গবেষক ছিলেন। তাঁর অসমান্য অবদানের জন্য তাঁকে রাজ্যের তরফে গার্ড অফ অনার দেওয়া হয়।
এদিন নির্মলা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের পর তাঁর বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রয়াত নির্মলাদেবীকে রাজ্যের তরফে গার্ড অফ অনার দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, সাংসদ মালা রায়, কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁকে গার্ড অফ অনার দেওয়ার হয়।
উপস্থিত ছিলেন পুত্র অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও (Abhijit Vinayak Banerjee)। রাজ্যের তরফে পূর্ণ সম্মান প্রদানের পর কেওড়াতলা মহাশ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয় নির্মলা বন্দ্যোপাধ্যায়ের।
অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেসে অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করেছেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাবা দীপক বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান। বাবা-মায়ের সুযোগ্য পুত্র হিসেবে সারা বিশ্বের অর্থনীতির দরবারে বাংলার মুখ উজ্জ্বল করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
নির্মলা বন্দ্যোপাধ্যায় শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। মায়ের অসুস্থতার খবরে শুক্রবার সকালেই কলকাতায় আসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। কলকাতা বিমানবন্দরে তাঁকে নিতে যান রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। বৃহস্পতিবার হাসপাতালে সংকটজনক নির্মলা বন্দ্যোপাধ্যায়কে দেখতে যান মুখ্যমন্ত্রী। তিনি জানান, বুধবার পড়ে গিয়ে তিনি মাথায় চোট পেয়েছিলেন। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হল না। নোবলজয়ী অর্থনীতিবিদের মা প্রয়াত হলেন শুক্রবার। মহিলাদের শিক্ষার অগ্রগতিতে, তাদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্মলা বন্দ্যোপাধ্যায়ের অপার অবদান রয়েছে। সেই অবদানকে মাথায় রেখেই তাঁকে গার্ড অফ অনার দিয়ে শেষবিদায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়।

আরও পড়ুন- সেমিফাইনাল নিয়ে উত্তাল কলকাতা

Latest article