হারের হ্যাটট্রিকে সেই আঁধারেই ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল ১ কেরালা ব্লাস্টার্স ২

Must read

প্রতিবেদন : আইএসএলে হারের হ্যাটট্রিক করে আঁধারেই লাল-হলুদ (Kerala Blasters- East Bengal)। কোচ বদলে আশা জাগিয়ে মরশুম শুরু করেও লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি ফোটাতে ব্যর্থ ফুটবলাররা। যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠে অনেক আশা নিয়ে সমর্থকরা ভিড় করেছিলেন। ম্যাচটা ভাল শুরুও করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু সময় যত গড়াল, সেই একই রোগে ভুলের ভুলভুলাইয়ায় হারিয়ে নিভল মশাল। কেরালা ব্লাস্টার্সের কাছে ১-২ গোলে হেরে পয়েন্ট টেবলে ১০ নম্বরে নেমে গেল ইস্টবেঙ্গল। পেনাল্টি নষ্ট করে খলনায়ক ক্লেটন সিলভা। সংযুক্ত সময়ে ১০ জনের কেরলের বিরুদ্ধে সেই পেনাল্টি থেকে গোল করে লাল-হলুদের ব্রাজিলীয় স্ট্রাইকার ব্যবধান কমালেও তখন আর ম্যাচে ফেরার সময় ছিল না। এই জয়ে কেরল ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে মোহনবাগানকে টপকে লিগ শীর্ষে উঠে এল। যদিও তারা সবুজ-মেরুনের থেকে দুই ম্যাচ বেশি খেলেছে।

আরও পড়ুন-একটা সময় টানা হারতাম : নীরজ

এদিন ক্লেটন ও জেভিয়ার সিভেরিওকে আপফ্রন্টে রেখে ৪-৪-২ ফর্মেশনে দল সাজিয়েছিলেন ইস্টবেঙ্গল (Kerala Blasters- East Bengal) কোচ কার্লেস কুয়াদ্রাত। বল ধরে পাসিং ফুটবলে কেরলের রক্ষণ ভেঙে গোলের লকগেট খোলার চেষ্টা করে গিয়েছে লাল-হলুদ। কিন্তু অ্যাটাকিং থার্ডে বারবার হতাশ করেছেন ক্লেটন, সিভেরিওরা। ৩২ মিনিটে রক্ষণের ভুলে গোল হজম করে ইস্টবেঙ্গল। কেরলের জাপানি ফুটবলার দাইসুকে সাকাই গোল করে দলকে এগিয়ে দেন। এরপর এলোমেলো ফুটবল হওয়ায় কেউ গোল পায়নি। কিন্তু ৮৪ মিনিটে ইস্টবেঙ্গল দু’বার পেনাল্টি মারার সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়। ক্লেটনের শট দু’বারই বাঁচিয়ে দেন কেরলের গোলরক্ষক সুরেশ। এরপর মিনিট চারেক পর দিমিত্রিওসের গোলে ব্যবধান ২-০ করে কেরল। এবারও ইস্টবেঙ্গল রক্ষণের ভুল। জার্সি খুলে গোল-উৎসব করায় লাল কার্ড দেখেন দিমিত্রিওস। এই সুযোগে সংযুক্ত সময়ের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ক্লেটন। এদিন ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ খেললেন নবাগত বিদেশি হিজাজি মাহের।

Latest article