শহরের বাজারগুলিতে টাস্কফোর্সের অভিযান অব্যাহত

সুফল বাংলার স্টলে পেঁয়াজ বিক্রি শুরু

Must read

প্রতিবেদন : কলকাতার বিভিন্ন বাজারে সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজের দাম। পেঁয়াজ সহ অন্যান্য শাকসবজির দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকার গঠিত টাস্কফোর্স (Taskforce operations) শহরের বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে। পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সঙ্গে নিয়ে শনিবার টাস্কফোর্সের সদস্যরা বাগমারি ও মানিকতলা বাজারে হানা দেন। পেঁয়াজ-সহ অন্যান্য শাকসবজির দাম খতিয়ে দেখেন তাঁরা। মূল্যবৃদ্ধি নিয়ে বাজারের বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন। এবার দেওয়া হল এক কড়া বার্তা। বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে কঠোর শাস্তি হতে পারে। টাস্কফোর্সের (Taskforce operations) সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, বেআইনিভাবে বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে শাস্তি অপরিহার্য। আরও জানা গিয়েছে, এই ধরনের বেআইনি কাজ করে ধরা পড়লে বিক্রেতাদের লাইসেন্স বাতিল হতে পারে। এমনকী আইনগত ভাবেও কড়া শাস্তি হতে পারে। এদিকে নাসিক থেকে আসা পেঁয়াজ বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন দামে সরবরাহ করার জন্য রাজ্যে পেঁয়াজের দাম বেড়েছে বলে অভিযোগ জানিয়ে টাস্কফোর্স রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। টাস্কফোর্সের অভিযোগ, কো-অপারেটিভ-এর মাধ্যমে কৃষকদের কাছ থেকে কেন্দ্রীয় সরকার পেঁয়াজ কিনে নিয়েছে। সেই পেঁয়াজ দিল্লির পাইকারি বাজারে ৩০ টাকা দরে বিক্রি করলেও পশ্চিমবঙ্গে ৫০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। তবে সূত্রের খবর, এরই মধ্যে একটি মেসেজের জেরে নাকি পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। সূত্রে খবর, নাসিকের ব্যবসায়ীদের কাছে একটি মেসেজ পৌঁছে গিয়েছে যেখানে বলা হয়েছে, ‘৯ থেকে ১৮ নভেম্বর দীপাবলি উপলক্ষে বাজার বন্ধ থাকবে।’ এরপরই একলাফে দাম কমেছে পেঁয়াজের। এদিকে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে রাজ্যে উৎপাদিত সুখসাগর পেঁয়াজ বাজারে চলে আসবে বলে টাস্কফোর্সের তরফে জানানো হয়েছে। অন্যদিকে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষকে নিষ্কৃতি দিতে শনিবার থেকে রাজ্য সরকারের সুফল বাংলা স্টলগুলিতে সুলভ মূল্যে পেঁয়াজ বিক্রি করা শুরু হয়েছে। বিভিন্ন জেলার মোট ৪৭৮টি সুফল বাংলার স্টল থেকে ৫৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-১০০ দিনের টাকা আটকানো ফৌজদারি অপরাধ : পুলক রায়

Latest article