পেঁয়াজের (Onion) দামের ঝাঁঝে এমনিতেই চোখে জল আমজনতার। কিন্তু সাধারণ মানুষকে স্বস্তি দিতে বাজারদরের থেকে অনেকটাই কম দামে সুফল বাংলার স্টল থেকে পেঁয়াজ বিক্রি করছে রাজ্য। সুফল বাংলার স্টলে পেঁয়াজ এই দামে পেয়ে ক্রেতারা একপ্রকার ঝাঁপিয়ে পড়েছে। রাজ্য সরকার শনিবার থেকে সুফল বাংলার স্টলে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। জানা গিয়েছে, রাজ্যের ৪৭৮টি সুফল বাংলার স্টল থেকে প্রথম দিনে ১২ হাজার কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ।
আরও পড়ুন-প্রধানমন্ত্রীর ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করলেন সাংসদ সাকেত গোখেল
সাধারণত বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৭০ থেকে ৭৫ টাকা। কিন্তু এই বাজারে সেখানে সুফল বাংলার স্টলে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজিতে। সাধারণ মধ্যবিত্ত পরিবারে ১৫ টাকা থেকে ২০ টাকা কম দামে পেঁয়াজ পাওয়া মুখের কথা নয়। তাই স্বাভাবিকভাবেই সুফল বাংলার স্টলগুলিতে ক্রেতাদের ভিড় ভালোই ছিল। পুজোর পর থেকে চাহিদা অনুযায়ী পেঁয়াজের যোগান অনেকটাই কম ছিল। এর ফলেই দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে। সামনে কালীপুজো এবং ভাইফোঁটা। তাই খরচের চিন্তা করলেই মধ্যবিত্তের কপালে পড়ছে ভাঁজ। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মানুষকে স্বস্তি দিতে নবান্ন যথেষ্ট সক্রিয় হয়েছে। রাজ্য সরকার পেঁয়াজের দামের উপর ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন-ফের রবিবার ভূমিকম্প নেপালে, হতাহতের খবর নেই
সুফল বাংলার স্টল কৃষি বিপণন দফতরের অধীনে। দফতরের তরফে খবর, প্রথম দিনে ১২ হাজার কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে। ফলে তাতে পেঁয়াজের চাহিদা আরও বাড়লে ক্রেতাদের যোগান দেওয়ার জন্য সুফল বাংলার স্টল প্রস্তুত বলেই নবান্ন তরফে জানানো হয়েছে।