ফের রবিবার ভূমিকম্প নেপালে, হতাহতের খবর নেই

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে এই বিষয়ে জানানো হয়েছে, রবিবার ভোর ৪টে ৩৮ মিনিট নাগাদ ভূমিকম্প হয় নেপালে।

Must read

রবিবার ফের কম্পন ( Earthquake) অনুভূত হয় নেপালে (Nepal)। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর পশ্চিমে। শুধু নেপালেই নয়, রবিবার মধ্য় রাতে উত্তর প্রদেশের অযোধ্যা(Ayodhya)-তেও ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রাও ৩.৬ ছিল।

আরও পড়ুন-শিশিরজাদুতে এক বছরেই ১০ কোটি! বাবার সঙ্গতিহীন আয়ের হিসেব দিক গদ্দার

প্রসঙ্গত, শুক্রবার রাত পৌনে ১২টা নাগাদ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৬.৪। দিল্লি, কলকাতাতেও ভূমিকম্প অনুভূত হয়। শনিবার থেকেই নেপালে বেড়েছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ভূমিকম্পে ১৫৭ জনের মৃত্য়ুর খবর পাওয়া গিয়েছে। সেই কম্পনের ধাক্কা সামলে ওঠার আগেই রবিবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল।

আরও পড়ুন-দিনের কবিতা

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে এই বিষয়ে জানানো হয়েছে, রবিবার ভোর ৪টে ৩৮ মিনিট নাগাদ ভূমিকম্প হয় নেপালে। এদিনের ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল।

Latest article