শনিবার টোকিও অলিম্পিক্সে প্রথম পদক পেল ভারত। ভারোত্তলনে দ্বিতীয় হয়ে ভারতকে রুপোর পদক এনে দিলেন মীরাবাই চানু। এরপরই একের পর এক শুভেচ্ছাবার্তা পেতে থাকেন মীরাবাই চানু। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শুভেচ্ছা জানান তাঁকে।
আরও পড়ুন-দিল্লিতে বিকল্পের পদধ্বনি, রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী জহর সরকার
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ‘ভারোত্তোলনের মাধ্যমে দেশকে প্রথম পদক এনে দেওয়ার জন্য তোমাকে অনেক অভিনন্দন মীরাবাই চানু। তুমি আরও এগিয়ে যাও। ”
Heartiest congratulations to Mirabai Chanu for starting the medal tally for India in the Tokyo Olympics 2020 by winning silver medal in weightlifting.
— President of India (@rashtrapatibhvn) July 24, 2021
মীরাবাই চানু রুপো পদক পেতেই টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “এর চেয়ে ভাল শুরু হতেই পারে না। মীরাবাই চানু তোমার জন্য গোটা দেশ গর্বিত। টোকিও অলিম্পিক্সে রুপো পদক জেতার জন্য তোমাকে অভিনন্দন জানাই। তোমার সাফল্য গোটা দেশের সাধারণ মানুষকে উজ্জীবিত করবে।”
Could not have asked for a happier start to @Tokyo2020! India is elated by @mirabai_chanu’s stupendous performance. Congratulations to her for winning the Silver medal in weightlifting. Her success motivates every Indian. #Cheer4India #Tokyo2020 pic.twitter.com/B6uJtDlaJo
— Narendra Modi (@narendramodi) July 24, 2021
আরও পড়ুন-“শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কন্যাশ্রী’র দৌলতে বন্ধ হল না পড়াশোনা”
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টুইটারে লেখেন, “টোকিও অলিম্পিক্সে রুপো জয়ী মীরাবাই চানুকে অনেক অভিনন্দন। তুমি আমাদের সবাইকে গর্বিত করেছ। তোমার কৃতিত্ব সবাইকে প্রেরণা জোগাবে।”
Heartiest congratulations to Mirabai Chanu on winning the silver medal in the Women's 49kg weightlifting category at #TokyoOlympics.
You have made all of us very, very proud. Your achievements are an inspiration for all.
— Mamata Banerjee (@MamataOfficial) July 24, 2021