সংবাদদাতা, হাওড়া: রবিবার বিকেল থেকে হাওড়ার ডুমুরজলার রিং রোডে শুরু হল বাজিবাজার। রোজ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই সবুজ বাজির বাজার খোলা থাকবে। আগামী ১২ নভেম্বর পর্যন্ত ক্রেতারা এখান থেকে বাজি কিনতে পারবেন। এই বাজারে ৫০টি স্টল থাকছে। এদিন বাজার পরিদর্শন করেন হাওড়ার জেলাশাসক পি দীপাপ্রিয়া। বাজারের উদ্বোধন করেন সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির সম্পাদক বাবলা রায়। উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা।
আরও পড়ুন-বিশ্বভারতীতে ফলক ইস্যুতে ধরনা নবম দিনে
ডুমুরজলা ছাড়াও হাওড়া কমিশনারেট এলাকায় বেলুড় স্টেশন রোডের শক্তি সংঘের মাঠে বসছে বাজির মেলা। ৭ নভেম্বর থেকে বেলুড়ে শুরু হচ্ছে এই সবুজ বাজির বাজার। এই বাজারও প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। চলবে ১২ নভেম্বর পর্যন্ত। বেলুড়ের এই বাজারে ৪০টি স্টল থাকছে। হাওড়া সিটি পুলিশ জানিয়েছে, প্রশাসনের নির্দেশ মেনে বাজারে শুধুমাত্র সবুজ বাজিই বিক্রি হবে।