কালীপুজোর আগেই শীত-ভাব

রবিবার এমনটাই জানাল হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে এই তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামতে পারে।

Must read

প্রতিবেদন : সপ্তাহের শুরুতেই বইতে শুরু করবে উত্তুরে হাওয়া। মঙ্গলবার থেকে ক্রমশ নিম্নমুখী হবে পারদ। অর্থাৎ কালীপুজোর আগেই শীতের আমেজ পাবেন বঙ্গবাসী। অভিমানী শীত ফিরবে দক্ষিণের জেলায়- জেলায়। আগামী ৩-৪ দিনে কলকাতা ও সংলগ্ন এলাকায় ২০-২১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। রবিবার এমনটাই জানাল হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে এই তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামতে পারে।

আরও পড়ুন-ঈশ্বরের আপন দেশে

বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নামতে পারে বুধবারের মধ্যে। সব মিলিয়ে হেমন্তের শেষে শীতের কড়ানাড়া টের পাবেন রাজ্যের বাসিন্দারা। তার আগে পুবালি হাওয়া আর পশ্চিমি ঝঞ্ঝার সংঘাতে রাজ্যে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Latest article