দৃশ্যদূষণ রোধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুরসভা

কলকাতা পুরসভার তরফে চারগুণ টাকা জরিমানা হিসেবে ধার্য করা হয়েছে। এই মর্মে বিজ্ঞাপন সংস্থাগুলিকে চিঠি দিচ্ছে পুরসভা।

Must read

প্রতিবেদন : দৃশ্যদূষণ রোধে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরসভা। শারদোৎসব শেষ হয়েছে, তবে শেষ হয়নি উৎসবের মরশুম। এখনও বাকি আলোর উৎসব দীপাবলি। তার আগে কলকাতা পুরসভা দুর্গাপুজোর হোর্ডিং সরাতে কড়া ব্যবস্থা নিল। দুর্গাপুজো শেষ হলেও এখনও অনেক সংস্থা বিজ্ঞাপনের হোর্ডিং খোলেনি, অবিলম্বে কলকাতায় হোর্ডিং না সরালে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেক সংস্থাকে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা।

আরও পড়ুন-পেশাদারি রঙ্গালয়ের ১৫০ বছর

কলকাতা পুরসভার তরফে চারগুণ টাকা জরিমানা হিসেবে ধার্য করা হয়েছে। এই মর্মে বিজ্ঞাপন সংস্থাগুলিকে চিঠি দিচ্ছে পুরসভা। এবার আলোর উৎসবে সাজবে কলকাতা। নতুন করে কলকাতাকে সাজিয়ে তোলার আগে দৃশ্যদূষণ রোধে কড়া পদক্ষেপ গ্রহণ করল পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম এমআইসি দেবাশিস কুমারের সঙ্গেও এই নিয়ে কথা বলেন। তিনি জানান, শুধু দৃশ্যদূষণই নয়, দুর্গাপুজোর মণ্ডপের বাঁশের গর্ত রয়েছে একাধিক জায়গায়। সেই গর্তে পথচারীদের পা পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

Latest article