৮১ লক্ষেরও বেশি বঞ্চিত জব কার্ড হোল্ডারকে বিকল্প কাজ

২১ জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের কাজের বিকল্প হিসাবে ‘খেলা হবে’ প্রকল্পের ঘোষণা করেছিলেন।

Must read

প্রতিবেদন : ১০০ দিনের কাজ প্রকল্পে কেন্দ্রের বকেয়া টাকা এখনও মেলেনি। বকেয়ার দাবিতে ইতিমধ্যেই নতুন করে আন্দোলন শুরু করার কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে প্রকল্পে নথিভুক্ত জব কার্ড রয়েছে এমন শ্রমিকদের বিকল্প কাজ দিয়ে নতুন নজির তৈরি করল রাজ্য সরকার। তাদের কাজ দেওয়ার জন্য রাজ্যের তহবিল থেকে খরচ হয়ে গিয়েছে ৭ হাজার ১০০ কোটি টাকারও বেশি। গত ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যের ৫৬টি দফতর ৬০ হাজার ৫৪৫টি প্রকল্পে প্রায় ৮১ লক্ষ ৫১ হাজার জব কার্ড হোল্ডারকে কাজে লাগিয়েছে বলে নবান্ন সূত্রের খবর। এই জন্য মজুরি বাবদ দফতরগুলির নিজস্ব তহবিল থেকে তাদের সাত হাজার ১৪৬ কোটি টাকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন-সুসম্পাদিত দুটি শারদ পত্রিকা

এক-এক জন শ্রমিককে গড়ে ৩৯ দিন করে কাজ দেওয়া হয়েছে। কাজ দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর। তারা ২৬০০টি প্রকল্পে প্রায় ২৮ লক্ষ শ্রমিককে কাজ দিয়েছে। মজুরি দেওয়া হয়েছে ২৩৫৮ লক্ষ টাকা। সেই পঞ্চায়েত দফতর ৩৪ হাজার ৭৯২টি প্রকল্পে কাজ দিয়েছে প্রায় ২২ লক্ষ শ্রমিককে। মজুরি দেওয়া হয়েছে ২১৭৭ কোটি টাকা। অন্যদিকে পূর্ত দফতর ৯৬১টি প্রকল্পে প্রায় ১৯.৪৮ লক্ষ শ্রমিক নিয়োগ করেছিল। মজুরি বাবদ শ্রমিকদের হয়েছে প্রায় ১৩২৭ কোটি টাকা।

আরও পড়ুন-হারের হ্যাটট্রিকে সেই আঁধারেই ইস্টবেঙ্গল

২১ জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের কাজের বিকল্প হিসাবে ‘খেলা হবে’ প্রকল্পের ঘোষণা করেছিলেন। ঘোষণার পরই বিভিন্ন দফতর নির্দিষ্ট পরিকল্পনা করে জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজের ব্যবস্থা করছে। বিকল্প হিসাবে শুধু সম্পদ বা পরিকাঠামো তৈরিই নয় রক্ষণাবেক্ষণের কাজেও লাগানো হচ্ছে শ্রমিকদের। এইভাবে এক একজন শ্রমিককে বছরে গড়ে ৩৯ দিন করে কাজ দেওয়া হয়েছে।কাজ দিচ্ছে রাজ্য

Latest article