‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-নবান্নের সিদ্ধান্তে লোকসভা ভোটের আগে বাংলায় নতুন দুই জাতীয় সড়ক
আজ্ঞা
ওদের কেউ নেই
ওরা বড় অসহায়
ওরা চলেছে বুভুক্ষের দল
সব হারিয়ে ওরা বেঁচে আছে
এটাই যেন ওদের সম্বল।
ওরা পথে ঘাটে ঘোরে
ওরা শ্রম ঝরায়
ওদের ঘ্রাণে ক্লান্ত সন্ধ্যা
দুঃখ ওদের অশ্রুনদী
ওদের অবজ্ঞা কোরো না।
ওরা না থাকলে সমাজ বৃথা
দুঃখ শোকের আকুল সাগরে
রাতদিন কাটে দুঃখ সয়ে
তবুও চলেছে ওরা এগিয়ে
ওদের জাগতে দাও।
ওরা আমাদের নয়তো পর
নাই বা থাকলো ওদের ঘর
ওরা যেন অবিচল
সব লড়াই-এর সব সাথী ওরা
ওরাই আসল বল।

