বিশ্বভারতীতে ফলক-বিতর্ক দশম দিনে প্রতিবাদে শামিল লোকশিল্পীরাও

আজকে দশম দিনে সমস্ত স্তরের রবীন্দ্রপ্রেমী মানুষ উপাচার্য যেভাবে ফলক থেকে আশ্রমের প্রাণপুরুষ গুরুদেবের নাম বাদ দিয়েছেন, তাতে ক্ষুব্ধ।

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : বিশ্বভারতীতে ফলক-বিতর্কে ধরনা পৌঁছল দশম দিনে। এদিন বিকেলে ধরনামঞ্চে বাউল গান করেন লোকশিল্পীরা। ছিলেন সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরি, গগন সরকার এবং বিশ্বভারতী ছাত্রছাত্রী ইউনিটের সভানেত্রী মীনাক্ষী ভট্টাচার্য। বিকাশ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে দলগতভাবে রবীন্দ্রনাথের অপমানের প্রতিবাদ কর্মসূচিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছেন। আজকে দশম দিনে সমস্ত স্তরের রবীন্দ্রপ্রেমী মানুষ উপাচার্য যেভাবে ফলক থেকে আশ্রমের প্রাণপুরুষ গুরুদেবের নাম বাদ দিয়েছেন, তাতে ক্ষুব্ধ।

আরও পড়ুন-বিরাটের জন্মদিনে সিএবি দিচ্ছে সোনার ব্যাট, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

যতদিন না ফলক বদলে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সহযোগে নতুন ফলক লাগানো হচ্ছে, প্রতিবাদ ধরনা চলবে। এই প্রতিবাদ আন্দোলনকে আরও জোরদার করতে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেতারা এবার ময়দানে নামতে চলেছেন। আগেও বিশ্বভারতীতে উপাচার্যের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে তাঁরা আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন। আজ সোমবার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, সহসভাপতি কোহিনুর মজুমদারের আসার কথা আছে, বলে সূত্রের খবর।

Latest article