মালদহে দুর্গাপুজোয় ব্যবসা ১০০ কোটি

সব মিলিয়ে দুর্গাপুজোয় মালদহ জেলা জুড়ে ১০০ কোটি টাকারও বেশি ব্যবসা হয়েছে। অথচ পুজোর আগেই বৃষ্টি হওয়ায় ব্যবসায়ীদের মুখ ভারাক্রান্ত ছিল

Must read

সংবাদদাতা,মালদহ : জেলায় দুর্গাপুজোয় ১০০ কোটিরও বেশি ব্যবসা করেছে। এমনটাই বলছে বণিকসভার রিপোর্ট। মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্স সূত্রে এমনটাই জানা গেছে। বিশেষ করে ইংরেজবাজার শহরের বিভিন্ন মলগুলিতে জামা কাপড় পোশাক ও জুতোর দোকানিরা ভাল ব্যবসা করেছে। এমনকী শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও ফুটপাতের বিভিন্ন দোকানগুলিও প্রচুর মুনাফার মুখ দেখেছে। পাশাপাশি পুরাতন মালদহ হবিবপুর গাজোল চাঁচোল মহকুমা মানিকচক রতুয়া এলাকায় দুর্গাপুজার ব্যবসা হয়েছে রমরমিয়ে। সব মিলিয়ে দুর্গাপুজোয় মালদহ জেলা জুড়ে ১০০ কোটি টাকারও বেশি ব্যবসা হয়েছে। অথচ পুজোর আগেই বৃষ্টি হওয়ায় ব্যবসায়ীদের মুখ ভারাক্রান্ত ছিল।

আরও পড়ুন-বিরাটের জন্মদিনে সিএবি দিচ্ছে সোনার ব্যাট, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কিন্তু ২ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ১০০ কোটির বেশি ব্যবসা হয়েছে। তবে সর্বোচ্চ ব্যবসা হয়েছে ইংরেজবাজার শহরের শপিংমলগুলিতে ও জুতার দোকানে। মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে ক্রেতাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। ২০২২ সালের দুর্গাপুজোয় মালদহ জেলা জুড়ে ৮৮ কোটি টাকার ব্যবসা হয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে। এ বিষয়ে মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক জয়ন্ত কুন্ডু জানান, দুর্গাপুজোয় এবার ব্যবসার রেকর্ড ভেঙেছে মালদহ।

Latest article