পাখির চোখ যেখানে লোকসভা ভোট (Loksabha election) সেখানে প্রস্তুতিপর্ব তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের মূল হাতিয়ার জনসংযোগ। সেই উপলক্ষেই, আজ,সোমবার নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে কর্মী সম্মেলন করতে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এটি কর্মী সম্মেলন হলেও এলাকার বাসিন্দা, দলীয় নেতৃত্ব, কর্মীদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরও একই ভাবে উত্তীর্ণ প্রেক্ষাগৃহে কর্মী সম্মেলন করেছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সুনীল নারিন
ভবানীপুর বিধানসভার অন্তর্গত আটটি কলকাতা পুরসভার ওয়ার্ড রয়েছে। এদিন বিজয়া সম্মিলনীতে সেই ওয়ার্ডগুলির কাউন্সিলর এবং ব্লক সভাপতিরা থাকছেন। এছাড়া কর্মীরাও এই সম্মেলনে যোগ দিতে উত্তীর্ণয় উপস্থিত থাকবেন। রাজ্যসভা সাংসদ তথা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং দক্ষিণ কলকাতা তৃণমূলের সভাপতি তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার এই বিজয়া সম্মিলনী আয়োজন করার দায়িত্ব করেছেন। এছাড়া, গোটা বিষয়টি তদারকি করছেন মেয়র ফিরহাদ হাকিম।
আরও পড়ুন-শহরে শুরু ছটপুজোর প্রস্তুতি, মাঠে নামল কেএমডিএ
ভবানীপুরে নানা ভাষার এবং বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন। লোকসভা নির্বাচনের আগে তাঁদের সামনে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনা সহ কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের মতো অভিযোগকে ধারালো অস্ত্র করতে পারেন এদিন মুখ্যমন্ত্রী বলেই মনে করছেন রাজনৈতিক মহল৷ পায়ে সমস্যার জন্য এই বছরের গত কয়েক মাস গৃহবন্দি হয়েই ছিলেন মুখ্যমন্ত্রী। এই বছর পুজোর উদ্বোধনও ভার্চুয়ালি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ের চোট ঠিক হওয়ার পর এটি মুখ্যমন্ত্রীর প্রথম বড় কর্মসূচি। উল্লেখ্য, আগামী ২৩ নভেম্বর নেতাজি ইন্ডোরে সকল স্তরের কর্মীদের নিয়েও সমাবেশের আয়োজন করা হবে।