আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সুনীল নারিন

নারিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ছ'টি টেস্ট খেলেছেন। নিয়েছেন ২১টি উইকেট। ৬৫টি একদিনের ম্যাচে তিনি ৯২টি উইকেট নিয়েছেন।

Must read

আন্তর্জাতিক ক্রিকেট (International cricket) থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন সুনীল নারিন (Sunil Narine)। এই মরশুমের শেষে ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেট থেকেও অবসর নেবেন তিনি, এমনটাই জানালেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার। বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে যদিও তিনি খেলবেন। ২০২৪ সালেও আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে দেখা যাবে সুনীল নারিনকে।

আরও পড়ুন-আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সুনীল নারিন

রবিবার বিশ্বকাপের চলাকালীন নিজের ইনস্টাগ্রাম পোস্টে নারিন জানান, ‘চার বছরের আগে আমি ইন্ডিজের হয়ে শেষবার খেলেছিলাম। আজ আমি আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসর গ্রহণ করছি।’ এই পোস্টে তিনি নিজের পরিবার, ক্যারিবিয়ান সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি নিজের কৃতিত্ব দেখালেও অনেকদিন ধরেই তিনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করেননি। ২০১৯ সালের ৬ অগস্ট ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন। শেষ একদিনের ম্যাচ ২০১৬ সালের ৫ অক্টোবর খেলেছিলেন নারিন। ২০১৩ সালের ডিসেম্বরে শেষ টেস্ট খেলেছিলেন।

আরও পড়ুন-শহরে শুরু ছটপুজোর প্রস্তুতি, মাঠে নামল কেএমডিএ

নারিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ছ’টি টেস্ট খেলেছেন। নিয়েছেন ২১টি উইকেট। ৬৫টি একদিনের ম্যাচে তিনি ৯২টি উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি রেট ৪.১২। ৫১টি টি-টোয়েন্টি ম্যাচে ৫২টি উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি রেট ৬.০১। লাল বলের ক্রিকেটের থেকে সাদা বলের ক্রিকেটে নারিন বেশি স্বাচ্ছন্দ বোধ করতেন। অবসর প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এটা আলাদাভাবে বলার প্রয়োজন নেই যে আপাতত বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজিতে আমি যেমন খেলি, সেরকম খেলবো।’

Latest article