ভারতের ম্যাচ চলাকালীন বেটিং, কলকাতা থেকে গ্রেফতার ৫

Must read

ইডেনে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে কলকাতায় চলল বেটিং (Cricket Betting)। যার হদিশ পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গিরিশ পার্ক, নারকেলডাঙা থেকে তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

আরও পড়ুন- ১৯ নভেম্বর ‘ওয়ার্ল্ড টেরর কাপ’ খেলে দেখাব, এয়ার ইন্ডিয়া বিমান ওড়ানোর হুমকি পান্নুর

পুলিশ সূত্রে খবর, রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময় গিরিশ পার্ক এলাকার একটি ক্যাফেতে বেটিংয়ের (Cricket Betting) আসর বসিয়েছিল অভিষেক জয়সওয়াল নামে এক যুবক। খবর পায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সঙ্গে সঙ্গে সেখানে হানা দিয়ে অভিষেককে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি আই ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। গিরিশ পার্ক থানায় বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের হয়েছে অভিষেকের বিরুদ্ধে। এরপর বউবাজার এলাকায় হানা দিয়ে অরুণ আগরওয়াল ও প্রদীপ বর্মাকে গ্রেফতার করে পুলিশ। তারাও এক বেটিং চক্রের সঙ্গে যুক্ত ছিল, দাবি পুলিশের। নারকেলডাঙা এলাকার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কালু সাউ এবং কেশবপ্রসাদ মুন্দ্রা নামে দুইকে একই অপরাধে গ্রেফতার করে পুলিশ।

Latest article