মুখ্যমন্ত্রীর জন্যই আজ বিশ্বের দরবারে সমাদৃত শারদোৎসব

Must read

সংবাদদাতা, বনগাঁ : বাংলার শ্রেষ্ঠ উৎসবকে (Durga puja) মানুষের কল্যাণে ব্যবহার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও কালীপুজো, জগদ্ধাত্রী পুজো বাকি। তার মধ্যেই ৭০ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে গোটা বাংলা জুড়ে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই হয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর জন্যই শারদোৎসব (Durga puja) বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে। কলকাতা-সহ জেলায় জেলায় কার্নিভাল মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও অটুট করেছে বলে দাবি করলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রবিবার আইএনটিটিইউসির বনগাঁ সাংগঠনিক জেলার উদ্যোগে বনগাঁ বাস স্ট্যান্ডে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এমনই মন্তব্য করেন ঋতব্রত। উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস, বনগাঁ আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ, বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ, মহিলা নেত্রী ইলা বাগচী-সহ অন্যরা। কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার কথা তুলে ধরে ঋতব্রত বলেন, বিজেপি ভয় পেয়েছে। হাতে মারতে না পেরে ভাতে মারতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের আন্দোলন জারি থাকবে। মানুষের হকের টাকা আমরা আদায় করে আনব। সামনে লোকসভা নির্বাচন। আমাদের লক্ষ্য থাকবে যাতে আগামী ১৫ অগাস্ট দিল্লির লালকেল্লা থেকে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দিতে পারেন।

আরও পড়ুন- আজ ভবানীপুরে বড় কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Latest article