দোহা, ৬ নভেম্বর : কাতারের আল দুহাইলের বিরুদ্ধে এএফসি কাপের ফিরতি ম্যাচে সম্ভবত খেলবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ ই-র এই ম্যাচটি হবে মঙ্গলবার। আল খালিজ এফসির বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন ৩৮ বছর বয়সি মহাতারকা। এজন্য আল নাসেরের হয়ে মঙ্গলবার তাঁকে মাঠে নামতে দেখা যাবে না বলে খবর। আল নাসেরের ফুটবলাররা ইতিমধ্যেই কাতারে পৌঁছে গিয়েছেন। কিন্তু ফুটবলারদের ছবিতে কোথাও রোনাল্ডোকে দেখা যাচ্ছে না।
আরও পড়ুন-ভরা মাঠে জাতীয় সঙ্গীত গায়ে কাঁটা দেয় : বিরাট
আল দুহাইলের বিরুদ্ধে প্রথম ম্যাচে একজোড়া গোল করেছিলেন পর্তুগালের মহাতারকা। খেলার ফল ছিল ৪-৩। কিন্তু গোড়ালির চোট রোনাল্ডোকে মহা মুশকিলে ফেলেছে। ক্লান্তির সমস্যাও রয়েছে রোনাল্ডোর। কোচ লুই কাস্ত্রো তাই এই ম্যাচে তাঁকে বিশ্রাম দিচ্ছেন বলে মনে করা হচ্ছে। সোমবারই দোহা পৌছেছে আল নাসের। দলের পক্ষ থেকে যেসব ছবি পোস্ট করা হয়েছে তাতে রোনাল্ডো নেই। কাতারে রোনাল্ডোর অনেক ফ্যান রয়েছে। লম্বা সময় লাইনে দাঁড়িয়ে তারা এই ম্যাচের টিকিট কেটেছে।
আরও পড়ুন-ব্রাজিলের থেকেও বড় কার্নিভাল কলকাতায়, জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধনে রেকর্ড: মুখ্যমন্ত্রী
রোনাল্ডোর না খেলা তাদের জন্য চরম দুঃসংবাদ। এই ম্যাচ প্রথমে ছোট মাঠ আবদুল্লা বিন খলিফা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা পরে সরিয়ে আনা হয়েছে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে। রোনাল্ডো খেলবেন আর সেই কারণে মাঠে প্রবল ভিড় হবে ভেবে ৪০ লাখ আসনের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা সরিয়ে আনা হয়েছে।