ভরা মাঠে জাতীয় সঙ্গীত গায়ে কাঁটা দেয় : বিরাট

চলতি বিশ্বকাপে ব্যাট হাতে অসাধারণ ফর্মে রয়েছেন কিং কোহলি। মাঝে একটা সময় রান পাচ্ছিলেন না বলে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন।

Must read

নয়াদিল্লি, ৬ নভেম্বর : সদ্য শচীন তেন্ডুলকরের ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করে সবার মন জিতেছেন। সেই বিরাট কোহলি জানাচ্ছেন, ম্যাচের আগে ভরা স্টেডিয়ামে যখন ভারতের জাতীয় সঙ্গীত বেজে ওঠে, তখন তাঁর গায়ে কাঁটা দেয়।

আরও পড়ুন-‘বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে পড়েছে বলে শুভেন্দুর সাত খুন মাফ?’ ক্ষোভ তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের

বিশ্বকাপের সম্প্রচারকারী টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিরাট বলেছেন, দেশের হয়ে প্রতিটি ম্যাচে মাঠে নামার সময় গর্বিত হই। সেটা বিশ্বকাপ হোক বা ভারত-পাকিস্তান ম্যাচ। বিশেষ করে, খেলা শুরু হওয়ার আগে যখন জাতীয় সঙ্গীত বেজে ওঠে, সেই মুহূর্তটা অসাধারণ। স্টেডিয়াম ভর্তি দর্শক আমাদের সঙ্গে গলা মিলিয়ে জাতীয় সঙ্গীত গাইছে। আমার গায়ে তখন কাঁটা দেয়। প্রতিবারই এই ঘটনা ঘটে। এই অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করা অসম্ভব।

আরও পড়ুন-ব্রাজিলের থেকেও বড় কার্নিভাল কলকাতায়, জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধনে রেকর্ড: মুখ্যমন্ত্রী

চলতি বিশ্বকাপে ব্যাট হাতে অসাধারণ ফর্মে রয়েছেন কিং কোহলি। মাঝে একটা সময় রান পাচ্ছিলেন না বলে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন। তবে চাকাটা ঘুরতে শুরু করেছিল এশিয়া কাপ থেকে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংসে শুরু। তারপর থেকেই স্বমহিমায় কিং কোহলি। সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে বিরাট বলেন, কিছুদিন বিশ্রাম নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছিলাম। মাঝে বেশ কিছুটা সময় বড় রান পাইনি। তবে রান করতেই হবে এই মরিয়া মনোভাব নিয়ে এশিয়া কাপ খেলতে যাইনি। বরং চাপমুক্ত করে নিজের খেলা উপভোগ করতে চেয়েছিলাম।

Latest article