২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী (Prime Minister) পদে আসার পর থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বিদেশ সফরে গিয়েছেন অসংখ্য বার। বিদেশ মন্ত্রক সংসদকে জানিয়েছে যে গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরে ২৫৪.৮৭ কোটি টাকা খরচ হয়েছে। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং-এর রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নের উত্তরে, বিদেশ প্রতিমন্ত্রী ভি. মুরালীধরন ২০শে জুলাই জানিয়েছিলেন, “উপলব্ধ তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের ব্যয় গত পাঁচ বছর হল ২,৫৪,৮৭,০১,৩৭৩ টাকা।”
আরও পড়ুন-ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে শীর্ষ আদালতের স্থগিতাদেশ
এই বছরের ফেব্রুয়ারিতে, মন্ত্রক রাজ্যসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফরের ব্যয় সম্পর্কে একটি লিখিত প্রশ্নের জবাবে বলেছিল যে ২১শে ফেব্রুয়ারি ২০১৯ থেকে ১৬ই নভেম্বর ২০২২ এর মধ্যে মোদির বিদেশ সফরে ২২ কোটি টাকা খরচ হয়েছে। রাষ্ট্রপতির সফরের জন্য সরকারের তরফে ৬,২৪,৩১,৪২৪ টাকা খরচ করা হয়েছে। বিদেশ মন্ত্রক আরও বলেছে যে ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের জুনের মধ্যে মোদির বিদেশ সফরে ৩০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে।
আরও পড়ুন-স্ত্রীকে ১৭ বার ছুরির আঘাত, শরীরের উপর দিয়ে চালিয়েছিলেন গাড়ি, কেরালার ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
মন্ত্রকের দেওয়া সব বিবৃতি থেকে জানা যাচ্ছে যে ফেব্রুয়ারি ২০১৯ এবং জুন ২০২৩ এর মধ্যে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে প্রায় ৫০ কোটি টাকা খরচ হয়েছে। গত পাঁচ বছরে ব্যয়ের পরিমান ২৫৪ কোটি টাকার বেশি হয়ে গিয়েছে।
শুধু যাওয়া আসার খরচ নয়, যখনই প্রধানমন্ত্রী বিদেশ সফরে গিয়েছেন সেখানে রাষ্ট্রনেতা ও তাঁর পরিবারকে তিনি বহুমূল্যের উপহার দিয়েছেন। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে গিয়ে মার্কিন রাষ্ট্রপতি বাইডেনের স্ত্রীকে আড়াই মিলিয়ন ডলারের দুষ্প্রাপ্য সবুজ হীরে উপহার দেন। শুধু তাই নয় দুষ্প্রাপ্য চন্দন কাঠের বাক্স ও বিভিন্ন ভারতীয় হস্তশিল্পের কারুকার্য উপহার দেন মার্কিন রাষ্ট্রপতিকে। এতেই শেষ নয়, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ফ্রান্সের রাষ্ট্রপ্রধানদের নিজের হাতে রাখতে মুখে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের বুলি আওড়ালেও লক্ষ লক্ষ কোটি টাকার যুদ্ধাস্ত্র কেনার চুক্তি স্বাক্ষর করে এসেছেন। সবমিলিয়ে সাধারণ মানুষের করের টাকায় প্রধানমন্ত্রীর খরচের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে।
আরও পড়ুন-কালীপুজোর আগেই রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা
এই অবস্থায় বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের খরচ প্রসঙ্গ তোলায় তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘উত্তরহীন একটি আরটিআই এটাই প্রমাণিত করে যে বিরোধী দলনেতার উদ্বেগ পরিবর্তনশীল। করদাতাদের ১,৭৩৮ কোটি টাকা যখন প্রধানমন্ত্রীর জন্য ব্যয় করা হয়েছিল তখন কেন তিনি সমানভাবে বিচলিত হন নি? নরেন্দ্র মোদি ২০১৪ এবং ২০২৩ এর মধ্যে যে পরিমাণ বিদেশ সফর করেছেন সেখানে খরচের অঙ্ক বিপুল। কেন সেই সময় শুভেন্দু অধিকারী কোন প্রসঙ্গ উত্থাপন করেন নি? এই বিদেশ সফরে মোদির সঙ্গে যাঁরা ছিলেন তাঁদের নাম গোপন করে সেই সময় কি কেন্দ্রীয় তথ্য কমিশনের নির্দেশ অমান্য করা হয় নি? এটা কি দ্বিচারিতা নয়?’
From LoP @SuvenduWB‘s outrage over an unanswered RTI inquiry, it appears that his concerns are conveniently tailored to fit a certain narrative.
Why was he not equally perturbed when a whopping ₹1,738 crore of taxpayers’ money was spent on PM @narendramodi‘s foreign trips… https://t.co/E11sO6QQXn pic.twitter.com/dXX3cxzhbM
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 7, 2023