‘বিধানসভায় পাশ হওয়া বিলে সই করছেন না রাজ্যপালরা’ ক্ষুব্ধ স্পিকার

প্রসঙ্গত, ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনটি বিল রাজভবনে পড়েছিল। ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৪টি বিল সই না হয়ে পড়েছিল।

Must read

পঞ্জাব সরকারের (Punjab Government) তরফে করা একটি মামলায় সুপ্রিম কোর্ট (Supreme court of India) প্রশ্ন তুলেছে কেন বিধানসভায় (Bidhansabha) পাশ হওয়া বিলে সই করছেন না রাজ্যপালরা? কেন আদালত পর্যন্ত পৌঁছচ্ছে সেই সব মামলা? সুপ্রিম কোর্টের সেই পর্যবেক্ষণ এই রাজ্যেও প্রভাব ফেলবে বলেই মনে করছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন এই প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আশা করি রাজ্যপালরা এই পর্যবেক্ষণ মানবেন। বাংলাতেও বেশ কয়েকটি বিল পড়ে রয়েছে। বিল যাতে সই করা হয়, সেই আবেদন ফের জানানো হবে রাজ্যপালকে।’

আরও পড়ুন-প্রধানমন্ত্রীর বিদেশ সফরের বিপুল অঙ্কের প্রসঙ্গ তুলে বিরোধী দলনেতার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করলেন কুণাল ঘোষ

রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্যপালের কাছে মোট ২২টি বিল আটকে আছে। এদিন বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যপালের এক্তিয়ার নেই বিল আটকে রাখার। সংবিধানে বলা আছে। সুপ্রিম কোর্ট এর পর্যবেক্ষণ আশা করি সব রাজ্যপালরা মানবেন। বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে অনেকগুলো বিল আটকে আছে। উনি তো অনেক লোক নিয়োগ করছেন। বিল-এর ত্রুটি বিচ্যুতি দেখার জন্যও লোক নিয়োগ করা উচিত। ওঁর সংশয় যদি কিছু থাকে আমাদের মতামত নিতে পারেন। জনগণের জন্য বিল পেশ করা হয় বিধানসভায়। সেই বিধানসভাকে মর্যাদা দিতে হবে রাজ্যপালকে।’

আরও পড়ুন-ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে শীর্ষ আদালতের স্থগিতাদেশ

প্রসঙ্গত, ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনটি বিল রাজভবনে পড়েছিল। ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৪টি বিল সই না হয়ে পড়েছিল। ২০২১ থেকে এখনও পর্যন্ত আরও ১৫টি বিল পড়ে আছে। সব মিলিয়ে ২২টি বিল পড়ে রয়েছে। বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোসের জমানায় ৬টি বিল আটকে রয়েছে।

Latest article