প্রতিবেদন : আজ বুধবার কয়েকটি কালীপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত ঠিক আছে জানবাজার, গিরিশপার্ক ও থিয়েটার রোডের একটি পুজোর উদ্বোধন করবেন। বিধায়ক স্বর্ণকমল সাহা জানান, আজ বিকেল ৫.৩০টায় মুখ্যমন্ত্রী তাঁর জানবাজারের পুজো উদ্বোধন করবেন। ওই মণ্ডপ প্রাঙ্গণেই ভার্চুয়াল ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকেই বাকি পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধন সারবেন।
তবে এবছর ভার্চুয়ালিই প্রায় ১২০০ দুর্গাপুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো পার হয়ে কালীপুজো দোরগোড়ায়। এবারও যথারীতি বহু কালীপুজোর উদ্বোধনের আবেদন জমা পড়েছে মুখ্যমন্ত্রীর দফতরে। তাই ভার্চুয়াল নয়। বুধবার মন্ত্রিসভার বৈঠক সেরে কালীপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এদিকে বুধবার মন্ত্রিসভার বৈঠকের দিকেও রাজনৈতিক মহলের নজর রয়েছে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বুধবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে অনেকে মনে করছে। মন্ত্রিসভার বৈঠক থেকে নতুন কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেও নজর রয়েছে বিভিন্ন মহলের।